ডিজিটাল প্রোডাক্ট এর বিজনেস এর জন্যে ফাহমিদ ভাইয়ার যে কয়েকটি ভিডিও দেয়া আছে দেখেছি। কিন্তু আমার অনুরোধ রইলো এ ব্যাপারে তিনি যেন আরও বিস্তারিত আলোচনা করেন। কারণ, আমি দেখলাম App sumo তে যে সফটওয়্যারগুলো আছে এগুলোর মধ্যে যে কয়টির Client Review দেখলাম তারমধ্যে কেউই সন্তুষ্ট নয় বরং প্রত্যেকেরই অভিযোগ। এরূপ অবস্থায়, আমরা এ ধরনের সাইট থেকে সফটওয়্যার Business Purpose ব্যবহার করলেতো আমাদেরও Client এর Bad Review এবং Complain পেতে হবে। যার ফলাফলস্বরূপ: ব্যবসায় সফলতার পরিবর্তে দুর্নাম হবে।
এছাড়া, বিভিন্ন সাইট দেখি যারা বিভিন্ন ধরনের টুলস নিয়ে কাজ করেন যেমন: (SEO, Content Writing Tools, Keyword Research Tools, Officials various tools as necessity etc.)
তারা মাসিক কিংবা বাৎসরিক Subscriptions এর ভিত্তিতে Sell করেন।
সাধারণত এ ধরনের সাইটগুলো কিভাবে Source করে থাকে?
এবং Lifetime Sourcing এর ব্যাপারেও আরও সুস্পষ্ট জানা প্রয়োজন যাতে করে আমরা আমাদের “Digital Product” এর বিজনেসকে সফলভাবে এগিয়ে নিয়ে যেতে পারি।
আসসালামু আলাইকুম, অপেক্ষা করুন এগুলো নিয়ে আপডেট পাবেন।