আসসালামু আলাইকুম। আমি ডিজিটাল প্রোডাক্ট এবং ফিজিকাল প্রোডাক্টস যে কোন একটি নিয়ে কাজ করবো। আমি দুইটি প্রোডাক্ট নিয়ে এখন কাজ করবো না। যদি করিও সেটি পরে। ফাহামিদ ভাই এর কাছে আমার রিকুয়েষ্ট থাকবে। ডিজিটাল বা ফিজিকাল যে কোন একটির প্রোডাক্ট এর ধারাবাহিক ভিডিও দিন। আর না হয় দুইটি সেকসান ভাগ করে আলাদা করে ডিজিটাল প্রোডাক্ট এবং ফিজিকাল প্রোডাক্টস এর ধারাবাহিক ভিডিও দিন। ফিজিকাল প্রোডাক্টস এর মাঝে ডিজিটাল এবং ডিজিটাল প্রোডাক্ট এর মাঝে ফিজিকাল প্রোডাক্টস কনফিউশান তৈরি হয় মনে যে এটা না করে ওইটা করি। শিখার আগ্রহ কমে যায়। ধন্যবাদ।
এই দুইটি বিষয়ই নিশ সিলেকশনের পার্টে পড়ে তাই একত্রে দেওয়া হচ্ছে। দুইটিই আপনার জানা প্রয়োজন পরবর্তীতে আপনি ডিসিশন নিবেন কোনটি নিয়ে আগাবেন।