আসসালামু আলাইকুম। আমি যতটুকু জানি, আলাদা আলাদা ড্রপলেট ক্রিয়েট করে একাধিক ডোমেইন এড করা যায় এবং একাধিক ওয়েবসাইড ক্রিয়েত করা যায়। আপনারা বলছিলেন ক্লাউড সার্ভার ম্যানেজ করা শিখাবেন এবং আপনারা একটা নির্দিষ্ট সময় ধরে তা ম্যানেজ করে দিবেন। এখন কেন এই কথা বলছেন যে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস লগিন এক্সেস দিবেন। তাহলে আমাদের ক্লাউডের লগিন এক্সেস কোথায়। যদি ক্লাউড লগিন এক্সেস নাই পাই তাইলে কি দিয়ে কি হচ্ছে কিভাবে বুঝব। আশা করছি যথাযথ কতৃপক্ষ এ বিষয়টি বিবেচনায় নিবেন। এবং আমাদের লগিন এক্সেস দেয়ার বিষয়টি এবং তা ম্যানেজ করার বিষয়টি বিবেচনায় নিবেন। ক্লাউডে ওয়ার্ডপ্রেস সেটাপ করা খুব বেশি কঠিন কাজ না।
আসসালামু আলাইকুম আপনার প্রশ্ন করার জন্য ধন্যবাদ। StepUp সাজেস্ট করে আপনি নিজে ডিজিটাল ওশন থেকে হোস্টিং ম্যানেজ করুন। সেই ক্ষেত্রে যদি কোন সমস্যা হয় আপনি যদি ম্যানেজ করতে না পারেন বা আপনার কোনো ইস্যু থাকে তাহলে আপনি StepUp থেকে হোস্টিং নিতে পারেন।
নোটঃ আপনি StepUp থেকে হোস্টিং এলে ১ এর অধিক ডোমিন চালাতে পারবেন না/ হোস্ট করতে পারবেন না , কোনরকম ক্লাউডের ড্যাশবোর্ড বা প্যানেল এক্সেস দেওয়া হবে না । এগুলো হোস্টিং নেওয়ার শুরুতে জানিয়ে দেওয়া হয়েছে। বিস্তারিত জানতে আপনার সাপোর্ট এক্সিকিউটিভ এর সাথে কথা বলুন। ধন্যবাদ
আপনারাত বলছিলেন ক্লাউড হোস্টিং ম্যানেজ করা শিখাবেন।
ভাইয়া আপনারা যে বলতেছেন যে একের অধিক ডোমেন এক্সেস দেওয়া যাবে না, কোনভাবে ক্লাউডের ড্যাশবোর্ডের এক্সেস দেওয়া যাবে না এর কারণ কি। পুরা এক্সপ্লেইন করেন