আমি যেখানে ভাড়া থাকি সেখানের সিটি করর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স নিতে হবে নাকি গ্রামের ওয়ার্ড অফিস থেকে নিলে হবে। গ্রাম থেকে নিলে পরবর্তিতে কোন সমস্যা হবে। আমি এজেন্সি লাইসেন্স করবো আপাততে আমার কোন কমার্শিয়াল এড্রেস নাই।
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
আপনি যেখানে অবস্থান করতেছেন সেখান থেকে চেষ্টা করেন . যদি সেখান থেকে না নিতে পারেন তখন আপনার গ্রামের বাড়ি থেকে ট্রাই করতে পারেন
সিটি কর্পোরেশন থেকে ৭ হাজার টাকার মত লাগে যেখানে গ্রামের ইউনিয়নে ৫০০ লাগে
সে ক্ষেত্রে কি গ্রাম থেকে নিলে ভালো হবে? যেহেতু সিটি কর্পোরেশন থেকে নিলে ৭ হাজার টাকা মত লাগবে।
যদি অফলাইন ব্যবসা সিটি কর্পোরশন এর েরইয়া তে হয় তাহলে ওখান থেকেই নিতে হবে,,,আর অনলাইন হলে গ্রামের ইউনিয়ন পরিষদ থেকে নিলেই হবে