আসসালামুয়ালাইকুম, ভাই আমার একটা প্রশ্ন ছিল।
আমার বাড়ি বরিশালের পিরোজপুর, আমি জব করি ফরিদপুর। আমি সব কাজ ফরিদপুর বসেই পরিচালনা করবো। তবে আমার প্রোডাক্ট থাকবে ঢাকায়, অর্ডার হলে ঢাকা থেকেই ডেলিভারি দেওয়া হবে। এখন আমি ট্রেড লাইসেন্স করবো কোন স্থান থেকে?
ট্রেড লাইসেন্স করার জন্য দোকানের লোকেশন দেখাতে হয়। আপনার জন্য যে লোকেশনে দেখালে ভালো হবে অটাই দিতে পারেন