- আমি ট্রেড লাইসেন্স করার ব্যাপারে আমার ইউনিয়ন পরিষদে যোগাযোগ করেছি কিন্তু আমার কাছে অনেক টাকা চেয়েছে।
- ফাহমিদ ভাইয়া ভিডিও ক্লাসে বলেছিলেন ২৫০-৩০০ টাকা লাগতে পারে।
- দয়া করে যারা ট্রেড লাইসেন্স করেছেন তারা কি শেয়ার করবেন? আপনাদের কত টাকা করে দিতে হয়েছে? ( ঢাকাতে কিংবা যারা নিজেদের এলাকায় করেছেন)
- দয়া করে তথ্য দিয়ে উপকৃত করবেন।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ট্রেড লাইসেন্স অ্যাপ্লিকেশন অনলাইনে করতে হয়। অন্য কোন জায়গায় কেমন সিস্টেম তা জানা নেই। এখানে অ্যাপ্লিকেশন ফি ৫,৩০০ টাকা।
ভাইয়া, পরবর্তীতে কি আরও টাকা লাগবে?
আমি খিলগাঁও, ঢাকা থেকে নিতে চাইলে কি করতে হবে?
জানাবেন প্লিজ
নরসিংদী সদর ইউনিয়ন পরিষদ থেকে করছি ১৫০০ নিছে
ভাইয়া, আমার কাছে ২৯০০ টাকা চেয়েছে … বিভিন্ন খরচের কথা বললো – ( হাজিগঞ্জ, চাঁদপুর)।
আরেকটা ব্যাপার জানতে চাচ্ছি- আমি অনলাইন বিজনেসের ট্রেড লাইসেন্স এর কথা বলেছি … কিন্তু ইউনিয়ন পরিষদের যার সাথে কথা বলেছি তিনি বলেছেন “অনলাইন মার্কেটিং” এর আবেদন ফর্ম। আমি অনভিজ্ঞ হওয়ায় আমার খটকা লাগছে যে তিনি ঠিকঠাক বুঝেই আমাকে বলতে পেরেছিলেন কিনা … কিংবা দুর্নীতির ব্যাপার আছে কিনা জানি না।
এ ক্ষেত্রে আমার কি করণীয় … Plz Vaia, I’ll grateful to all of you if you give the right suggestions & ইনফর্মেশন.
আর কি কেউই নেই যারা অভিজ্ঞতার ভিত্তিতে আমাকে সহযোগিতা করতে পারেন?
ভাই কোন ক্যাটাগরি দিচে, আই টি, নাকি অনলাইন মার্কেটিং
ভাইয়া, আমাকে অনলাইন মার্কেটিং বলছে।
প্লিজ ভাইয়া, আমাকে জানান কারণ এতগুলো টাকা দিয়ে নেয়াটা আমার জন্যে কষ্টকর।
ভাই ব্যবসা শুরুতে যদি বড় পরিশরে শুরু করেন তাহলে ট্রেড লাইসেন্স করে নেন, আর যদি ছোট পরিশরে শুরু করেন তাহলে ট্রেড লাইসেন্স পরে কইরেন। সেল শুরু হলে তারপর করে ফেলিয়েন।
ভাইয়া, প্লিজ রিপ্লাই দেবেন – কি করণীয় জানাবেন।
আমাকে এমন কোন কথা তারা বলেনি। আমি বলেছিলাম আইটি ক্যাটাগরিতে করব। তারা বলেছিলেন করতে পারেন। কোন সমস্যা হবে না।