আসসালামু আলাইকুম।
আমি বাইরের মার্কেটে প্রোডাক্ট নিয়ে কাজ করতে ইচ্ছুক। আমার ধারণা ওয়ার্কশপ মেম্বারদের মধ্যে আরো কিছু মেম্বার থাকতে পারেন যারা এই প্ল্যান নিয়ে আছেন।
বাইরের মার্কেটে টিকটক এর ইউজার অনেক বেশি থাকায় এই প্ল্যাটফর্মে মার্কেটিং করা ছাড়া একটি বিশাল মার্কেট হাতছাড়া হয়ে যাবে।
ওয়ার্কশপের কোর্স লিস্টে টিকটক মার্কেটিং নিয়ে কোনো কোর্স দেখতে পাইনি। তাই যদি টিকটক মার্কেটিং নিয়ে একটা কোর্স দেওয়া হতো, তাহলে খুব উপকার হবে বলে মনে করি।
ফাহমিদ ভাইয়ের দৃষ্টি আকর্ষন করছি ব্যাপারটি বিবেচনা করার জন্য।
টিক টক মার্কেটিং এর উপরে কোর্স দিবে এরকম কিছু বলা হয়নি।
আপনাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আগে সেগুলো দেওয়া হবে।তারপর অন্যান্য বিষয় বিবেচনা করা হবে।
জ্বী।
তবে ব্যাপারটি বিবেচনায় রাখার ও এই ব্যাপারে ফাহমিদ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করার অনুরোধ থাকলো।
ভাইয়া অনেক সুন্দর একটা আইডিয়া দিয়েছেন। বর্তমানে টিকটক এর মার্কেট অনেক বড়। আমার বিশ্বাস যে যদি প্রয়োজন অনুভূত হয় তাহলে অবশ্যই ফাহমিদ স্যার শুধু টিকটক না এরকম আরো মার্কেটিং চ্যানেল এর উপরে কোর্স আনবে।
ধন্যবাদ।
ji vai apni thik bolcen