আসসালামু আলাইকুম
গেছে দুই সপ্তাহ ধরে আমি একটি কাজ কিছুতেই ঠিক করতে পারতেছিলাম না তারপর আমি নিজেই এখন সমস্যাটা সমাধান করছি। এবং সমস্যাটা ছিল ইউজার ডাটা আসতো না। এখন সম্পূর্ণভাবে ডাটা আসে। আলহামদুলিল্লাহ এখন নিজে ঠিক করতে পারছি। এর থেকেও কঠিন সমস্যা হলে নিজেই ঠিক করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
অলাইকুমুস সালাম, আপনার মতামত শেয়ার করার জন্য আপনাকে StepUp Technology Ltd. এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।
User data নিয়ে কি কোনো ক্লাস হয়েছিল?
সমস্যা কি ছিল
ইউজারের কোন ডাটা ফেসবুকে যেত না।
অভিনন্দন ভাই, যদি ডিজিটাল সার্ভিস নিয়ে কাজ করে থাকেন তাহলে এটাই আপনার জন্য বেস্ট প্রাকটিস। ফাহমিদ স্যার বলে কাজ করতে পারলেই হবে না কাজে সমস্যা আসলে সেটা সমাধান করতে পারলেই আপনি এক্সপার্ট হতে পারবেন। আলহামদুলিল্লাহ ভাই আমিও আমার সব কাজ ও সমস্যা নিযে নিজেই সমাধান করার চেস্টা করি।
আসসালামু আলাইকুম
যে ভাই নিজের সমস্যা নিজেই ঠিক করা উচিত এবং আমাদের উচিত যেসব সমস্যায় পড়ি সেগুলো ঠান্ডা মাথায় এবং স্মার্টলি সমাধান করা।
ইনশাআল্লাহ আমরা যা সার্ভিস নিয়ে কাজ করি। আমরা দ্রুতই এগিয়ে যাব।