আসসালামু আলাইকুম।
ক্লাস গুলো ৩ মাসের মধ্যে যদি শেষ হয়ে যেত,তাহলে বাকি ২ মাস শুধু প্রেকটিস করে ভালো একটা লার্নিং গেইন করতে পারতাম,, তাই ফাহমিদ ভাইয়ের বিবেচনা কামনা করছি যেন, সব গুলা ক্লাস শেষ হওয়ার পর যেন আমাদেরকে অন্ততঃ পক্ষে ২ মাস টাইম দেয় প্রেক্টিসের জন্য। আমার মনে হয় ঐ টাইমটা-ই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইম হবে।
ভাইয়া খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন।
আমিও আপনার সাথে একমত পোষণ করছি।