- ইতোমধ্যে মধ্যে stepUp থেকে দেওয়া ওয়েব সাইট বাদেই আমরা যারা ক্রেইজি উদ্যোক্তা StepUp -এ যুক্ত হওয়ার আগে ওয়েব সাইট তৈরি করেছি এখানে ক্লাউড হোস্টিং নি:শ্চিত নিব সেক্ষেত্রে ম্যানেজড করার ব্যাপারে এজ এ (ওয়ার্কশপ মেম্বার) পরিবারের একজন সদস্য হিসেবে আমার বিনীত আর্জি আমাদের প্রথম বছর ফ্রিতে আমাদের হোস্টিং ম্যানেজড করতে সহযোগিতা করুন।।।
- আমার / আমাদের অঘাত বিশ্বাস আমরা StepUp থেকে যেকোনো বিষয় নিয়ে আর্জি করলে কষ্ট হলেও আমাদের মুখের দিকে তাকিয়ে হলেও আশাপূরণ করবে।
- সবসময় StepUp এর কর্ণধার প্রিয় ফাহমিদ আল নাঈম ভাই সহ সকল পরম ভালোবাসার ভাইদের সুস্বাস্থ্য এবং নেক দীর্ঘ আয়ু কামনা করছি।
- ধন্যবাদ
হোস্টিং ম্যানেজ বলতে যদি বুঝিয়ে থাকেন স্টেপ আপ ফ্রি হোস্টিং দেওয়ার কথা তবে সরি। হোস্টিং আপনাকেই কিনতে হবে। এর ম্যানেজমেন্ট আমরা করে দিবো যদি আমাদের থেকে পারচেজ করেন।
আমি বলেছি যে, আমি টাকা দিয়ে আপনাদের থেকে ডিজিটাল ওশান ক্রয় করবো এবং আপনাদের থেকে মিনিমাম প্রথম বছর ফ্রি ম্যানেজড করার সুযোগ করেদিবেন। আমার ইতোমধ্যে পাইথন জ্যাংগো তে ওয়েবসাইট তৈরি করেছি তার জন্যই ক্লাউড হোস্টিং আপনাদের মাধ্যমে ক্রয় করবো।
আমি কি এবার বোঝাতে সক্ষম হয়েছি….