আসসালামু আলাইকুম।
stepup থেকে হোস্টিং প্যাকেজ কিনলে সেটাতে কি একাধিক ওয়েবসাইট রাখা যাবে?
যদি না যায় সেক্ষেত্রে আমি যদি স্টেপআপ থেকে হোস্টিং প্যাকেজ না কিনে নিজে আলাদা হোস্টিং কিনি তাহলে stepup থেকে ক্লাউড ম্যানেজমেন্ট সার্ভিস পাবো? ফাহমিদ ভাই তো বলেছিলেন, ওয়ার্কশপ মেম্বারদের জন্য ফ্রি ক্লাউড হোস্টিং করে দেওয়া হবে অন্তত এক বছর।
আর যদি নিজে ক্লাউড হোস্টিং ম্যানেজ করতেই হয়, সেক্ষেত্রে আমাদের সাপোর্ট পিরিয়ডের মধ্যে ক্লাউড ম্যানেজমেন্টের জন্য পর্যাপ্ত সাপোর্ট পাবো কি?
একটি ওয়েবসাইট রাখতে পারবেন।
বাকি প্রশ্নগুলোরও উত্তর পাওার আশা করছি
পাওয়ার*
বাইরে থেকে হোস্টিং পারচেজ করলে ম্যানেজ আপনাকে করতে হবে, স্যার যে বিষয়টি বলেছিলেন তা গিভওয়ে ওয়েবসাইট উইনার দের জন্য বলেছিলেন।
না, ফাহমিদ ভাই বুটক্যাম্পে এবং ক্লাউড ম্যানেজমেন্টের লাস্ট ক্লাসেও বলসেন যে ‘ওয়ার্কশপ মেম্বারদের ক্লাউড ম্যানেজমেন্ট স্টেপ আপ থেকে ফ্রি করে দেওয়া হবে। অন্তত এক বছর।’
ফাহমিদ ভাই এটাও বলেছেন যে, যারা Giveaway winner হতে পারে নাই তাদের মন খারাপ করার কিছু নাই। কারণ তারা Workshop এ জয়েন করলে website দেওয়া হবে। আর website টা কোন মানের তাও বলা হয়েছিল। বলা হয়েছিল ওনার এজেন্সি ৩টা স্ট্যানডার্ড এর website তৈরি করে। আর workshop মেম্বারদের যেই website দেওয়া হবে তা হবে ৩টা স্ট্যানডার্ড এর মধ্যে ২য় টা। যার মূল্য ৫০,০০০টাকা।