আসসালামু আলাইকুম
প্রথমেই ধন্যবাদ জানাই স্টেপআপ আমাদের কথা বিবেচনা করে সার্ভিস চার্জ বাদ দিয়ে শুধুমাত্র হোস্টিং কস্ট দিয়ে ডিজিটাল ওশানের প্যাকেজ ম্যানেজ করার জন্য।
কিছু কনফিউশান ছিলো যেগুলোর উত্তর বিজনেসের ডিসিশন মেকিংয়ের জন্য প্রয়োজন।
১। এক বছর পর, হোস্টিং ম্যানেজের চার্জ কতো হবে? এবং এটা মান্থলি হবে নাকি ইয়ারলি।
২। আমাদের ক্লাউড হোস্টিং ম্যানেজ করা শেখানো হবে কীনা এবং এটা নিজে রান করার মতো যথেষ্ট হবে কীনা?
৩। আমরা স্টেআপ থেকে হোস্টিং নিলে কোন এক্সেস পাবোনা। তাহলে এক বছর পর আমরা ওয়েব যদি অন্য ক্লাউডে ট্রান্সফার করতে চাই সেক্ষেত্রে ওয়েব কি নতুন করে নিজেদের সেটআপ করতে হবে নাকি স্টেপআপ আমাদের ওয়েবসাইট ট্রান্সফার করে দিবে?
ক্লাউড হোস্টিং কিভাবে ম্যানেজ করবেন এই বিষয়ে আপনাদের কোর্স থাকবে