ফাহমিদ ভাই যে ক্যাশ ফ্লো দেখাইছে,সেটা হল এক বছর বা তিন বছরের ক্যাশফ্লো।আমার প্রশ্ন হল, যেহেতু আমরা ট্রেন্ডিং প্রোডাক্ট নিয়ে বিজনেস করবো,সেহেতু কোন প্রোডাক্ট ৩ মাস বা তার বেশি মার্কেটে ট্রেন্ডিং থাকে না। এখন আমি যদি সেই প্রোডাক্ট এর এক বছরের ক্যাশ ফ্লো বানায়,তাহলে তিন মাস পর অন্য ট্রেন্ডিং প্রোডাক্ট নিয়ে যখন কাজ করবো তখন আগের ক্যাশ ফ্লোতে আর কাজ করতে পারবো না? সেই সময় আমরা কিভাবে ক্যাশ ফ্লো মেইনটেইন করবো?? কারন আমার প্রোডাক্ট নতুন হলে,সেটার জন্য নতুন ক্যাশ ফ্লো তৈরি করতে হবে । এবং নতুনভাবে সব সেট করতে হব।
আসসালামু আলাইকুম, আপনি যখন নতুন প্রোডাক্ট আনবেন তখন আগের প্রোডাক্ট এর জায়গা নতুন প্রোডাক্ট দিয়ে কন্টিনিউ করবেন। কিন্তুু ক্যাশফ্লো ঠিক থাকবে। শুধু প্রাইস এবং প্রফিট মার্জিন পরিবর্তন করে দিবেন। ধন্যবাদ।