সাময়িক ব্যস্ততার কারণে আমি কিছুদিন কোর্স থেকে বাহিরে ছিলাম। এখন আবার কন্টিনিউ করতেছি। বাট আই হেভ এ কনফিউশন, এই পর্যন্ত কতটি ভিডিও আপলোড হয়েছে?
আমার প্রোফাইলে এই পর্যন্ত রোড ম্যাপ ও নিশ সিলেকশনে ৪টি ভিডিও, ই-কমার্স ফান্ডামেন্টাল কোর্সে ৭ টি ভিডিও, ওয়েবসাইট ম্যানেজমেন্টে ১ টি ভিডিও, ক্লাউড হোস্টিং ফান্ডামেন্টালে ২ টি ভিডিও এবং সর্বোপরি মেটা মার্কেটিং এ ৯ টি ভিডিও আপলোড করা হয়েছে!
আমার জানার বিষয় হচ্ছে আমার এই সিকুয়েন্স টা সঠিক কিনা? এর বাহিরে কি আর কোনো টপিকে ভিডিও আপলোড করা হয়েছে?
যদি না হয় তাহলে অনুরোধক্রমে জানাবেন পরবর্তী ভিডিও গুলো কবে আসবে?
ধন্যবাদ
আসসালামু আলাইকুম…
ফোরামে ক্লাস আপডেট চ্যানেলে হিসাব অনুযায়ী ২৫ টি ক্লাস আপলোড করা হয়েছে।
ভিডিও গুলো শেষ করার পর কমপ্লিট বাটনে ক্লিক করবেন তাহলে আপনি নেক্সট ভিডিও গুলো দেখতে পারবেন।
মুখস্ত বিদ্যার মতো শুধু ভিডিওগুলো দেখলে হবে না,তার পাশাপাশি আপনাকে প্র্যাকটিস করতে হবে।
ভিডিও অনুযায়ী আপনি কি প্র্যাকটিস করতেছেন?
ভিডিও দেখার পাশাপাশি প্র্যাকটিস করে যান
আমরা কি পাপ করছি ভাই…. ৩মাস শেষ… টিকটাক মতো ক্লাসগুলো এখনো পর্যন্ত পাচ্ছি না….. ক্লাস গুলা আপলোড করতে কি সমস্যা StepUp এর। সেই শুরু থেকে ৩-৪ দিন পর পর ক্লাস গুলা দিয়ে আজকে ৩ মাস হইছে… এখনো আমরা সেই বেসিক ক্লাস এই পরে আছি…..সময় এর ও একটা মুল্য আছে…. টিকটাক মতো ক্লাস গুলা দেন Please 🙏🙏….. আর ভালো লাগে না ভাই
ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনার জন্য।
যেখানে আমার প্রাকটিসের প্রয়োজন সেখানে পর্যাপ্ত এফোর্ট দিচ্ছি।
বাট কিছু টপিক শিখে যাচ্ছি কিন্তু এক্সপেরিমেন্ট করার চান্স নাই।
এড রান করা, বিজনেস স্ট্র্যাটেজি শিখে বিজনেস রান করা, এইগুলোর জন্য আমাকে সব গুলো বিষয় আয়ত্ত করতে হবে।
তাই ভিডিও এর জন্য অপেক্ষা করছি।
আশা রাখি স্টেপাপের সাথে এই জার্নি জীবনের টার্নিং পয়েন্ট হবে।
ধন্যবাদ
ভাই আমার কাছে মনে হয় এখন পর্যন্ত বুটক্যাম্প এবং ওয়ার্কশপ এ যা যা দেখানো হচ্ছে সেগুলো বার বার দেখে নিজের ভিতরে একদম আয়ত্ত করে ফেলা উচিত । এখন একটা প্রশ্ন জাগতে পারে যে আমি সব দেখলাম এবং সব কিছু নিজের আয়ত্ত ও করলাম কিন্তু আমিতো কোনো প্রপার প্রাকটিস এর স্পেস পাচ্ছিনা তো এখন তাহলে আমরা কি করবো? এর উত্তর হিসেবে শুধু একটা কথাই বলতে চাই,আমার বিশ্বাস যে ফাহমিদ স্যার এবং স্টেপ আপ টিম যখন আমাদেরকে এতদূর পর্যন্ত নিয়ে এসেছেন তখন প্রাকটিস এর স্পেস ও ওনারাই দেখিয়ে দিবেন এতে কোনো সমস্যা হবেনা।
এখন আমাদের কর্তব্য হলো মুভি/ওয়েব সিরিজ এর মতো করে ভিডিও না দেখে মন দিয়ে ভিডিও দেখা এবং ফাহমিদ স্যার ওনার ভিডিও তে যা যা দেখাচ্ছে সেগুলো একদম মনের ভিতরে গেথে ফেলা যাতে করে যখন স্টেপ আপ আমাদেরকে প্রাকটিস এর জায়গা করে দিবে তখন যেন পুরাতন ভিডিওগুলো দেখার পিছনে সময় নষ্ট না করতে হয়।
ফান ফ্যাক্ট : বুটক্যাম্প সিজন ৩ আমি না হলেও এখন পর্যন্ত ৭ বার ফুললি কমপ্লিট করেছি। কিন্তু তবুও ফাহমিদ স্যার এর মতো করে গুছিয়ে অন্য কাউকে বোঝাতে গেলে মাঝে মাঝে আটকিয়ে যাই।
ধন্যবাদ।
সঠিক, আর কোনো ভিডিও টপিক আপলোড হয়নি।
হয়তো আজ কালের মধ্যে আসতে পারে।