আমি মনে করি প্রতি সপ্তাহে ৪/৫ টা ভিডিও আপলোড দেওয়া উচিত। আমার কাছে মনে হচ্ছে আমরা অনেক স্লো আগাচ্ছি।
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
আসসালামু আলাইকুম,আমরা আপনার মতামতের প্রশংসা করি। এখানে আপনারা সবাই স্টুডেন্ট ফাহমিদ স্যার আমাদের শিক্ষক । স্টুডেন্টদের কি ভাবে গাইড করতে হবে সেইটা শিক্ষক ভালো বলতে পারবে। একসাথে যদি অনেকগুলো ক্লাস দেওয়া হয় ওটা একটা সিরিজ দেখার মত হবে। ভালোভাবে কিছু শিখতে পারবেন না এবং প্র্যাকটিসও করতে পারবেন না। এই জন্য সবকিছু বিবেচনা করে সপ্তাহে তিনটা করে ক্লাস দেওয়া হচ্ছে। ধন্যবাদ
ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ। সব সময় আপনি আমাদের সাথে যে কোন বিষয়ে তথ্য আদান প্রদান করেন….
এটা অস্বীকার করার কোন সুযোগ নেই, ফাহমিদ ভাই নিস্বন্দেহে অনেক জ্ঞানী এবং ভাল মনের একজন মানুষ….
সত্যি বলতে তাকে অনেক বেশি ভাল লেগেছে বিধায়ই বিজনেস ওয়ার্কশপে জয়েন করা….
সে অবশ্যই আমাদের থেকে অনেক ভাল বোঝেন। তবুও আমি অনুরোধ করব থিউরিক্যাল ক্লাসগুলি যেন আর একটু দ্রুত করা হয়…….
তাছাড়া ফাহমিদ ভাই সব সময় বলে এসেছেন প্রপ্তি সপ্তাহে অন্তত ৩ টা ভিডিও আপলোড করা হবে….
প্রাক্টিক্যাল ক্লাসের ক্ষেত্রে আরেকটু সময় নেওয়া যেতে পারে।
তাছাড়া কেউ যদি মনে করে প্রতি সপ্তাহে ৩ টা ভিডিও দেওয়ার কারনে তাদের স্টাডি করতে সমস্যা হচ্ছে তাহলে আমার মনে হয় তাদের আর সিরিয়াস হওয়া উচিৎ….
ধন্যবাদ…
You Are Right Brother
right
ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে। আল্লাহ আমাদের ধৈর্য ধরার তৌফিক দান করুক আমিন।
অনেক ধৈর্য ধারণ করে আছি যানি কোনদিন বিজনেসে সফল হব,, একটা প্রভলেম হলে আর একটা প্রভলেম এসে হাজির হয়।
হবে আল্লাহ আমাদের ধৈর্য ধারণা করার তাওফিক বা রহমত করুন। আমিন
ভাই বর্তমান পরিস্থিতিতে আমি আপনার সাথে ১০০ ভাগ সহমত কিন্তু আমরা যখন আরেকটু সামনের দিকে এগিয়ে যাবো তখন হয়তো যদি সপ্তাহে ৪ টা বা ৫টা করে ভিডিও আসে তাহলে অনেক বড় সমস্যার সম্মুখীন হবো। কারণ আমার কাছে যা মনে হয় আমরা যারা বুটক্যাম্প সিজন ৩ এর ক্লাস করেছি তার মধ্যে হয়তো ৯০% মানুষ পুরো বুটক্যাম্পটা মুভি সিরিজ বা ওয়েব সিরিজ এর মতো করে দেখেছি ওই রকম ভাবে কেউই প্রাকটিস করি নাই। কিন্তু গ্রাফি তে যা দেখানো হবে সেগুলা সাথে সাথে আমাদের প্রাকটিস করতে হবে। আর শুধু হয়তো প্রাকটিস করলেই হবে না একদম পারফেক্ট করতে হবে। তো সেই ক্ষেত্রে এক সপ্তাহে ৩টার বেশি ভিডিও পাবলিশ হলে অনেক চাপ হয়ে যাবে। কারণ ভিডিও দেখে লার্নিং করে প্রাকটিস করে একদম পারফেক্ট করতে হবে নাহলে হবে না।
১০০ভাগ ঠিক কথা।
I am not agree with you brother
right answer
I agree with you. 3 Videos per week is good enough.
ভাই বিজনেস তো বাচ্চাদের কাজ না। এই বিষয়ে যারা সিরিয়াস না তাদের তো বিজনেস হবেই না। মুভির মতো যারা দেখবে তারা বিজনেস শিখতে আসে নাই, টাইম পাস করতে আসছে। তাদের চিন্তা করে লাভ নাই।
I agree with you. 3 Videos per week is good enough
আমার মনে হচ্ছে ঠিকই আছে।
একদম ঠিক কথা বলছেন ভাইয়া
Right bro
সহমত
yes i agree with you
আমার মনে হয় লার্নিং প্লাস প্রাকটিস এর জন্য সপ্তাহে ৩টা ভিডিও যথেষ্ট। কিন্ত আমাদের গ্রুপ ডিসকাশন টা বেশি বেশি দরকার। প্রয়োজনে প্রতিদিন আমরা (অবশ্যই টিম ওয়াইস, Key Account Manager এর তত্তাবদানে) একটা নির্দিষ্ট টাইমে অল্প সময়ের জন্য কানেক্ট হতে পারি। কারণ যত বেশি ডিসকাশন হবে ততো বেশি নিজেদের Weaknesses গুলোকে Strengths এ কনভার্ট করতে পারবো।
yes i agree with you
অনেক সুন্দর ভাবনা ভাইয়া। আমার মনে হয় যে আমরা যারা ক্লাস করতেসি তারা যদি একে ওপরের সাথে ক্লাস সম্পর্কিত এবং বিজনেস সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করি তাহলে অনেক ভুল ভ্রান্তি শুধরে নিতে পারবো।
You are right
সহমত এটা খুব জরুরি
Agreed
সহমত
সপ্তাহে ২ থেকে ৩টা ভিডিও যথেষ্ট। এর বেশি হলে আমাদের লার্নিং খুব বেশি ভালো হবে না।
ভিডিও বেশি দেখার চাইতে প্র্যাকটিস বেশি করা বেশি জরুরী।
hmm right
প্রতি সপ্তাহে রেগুলার ৩ টি ভিডিও হলে ভাল হয়।
আমার মনে হয় সঠিকভাবেই যাচ্ছে।
right brother
গত ১৩/৫ তারিখে যে ভিডিও আপলোড হয়েছে , ভিডিওটি প্লে হচ্ছে না।
যে ভাবে দিচ্ছে তাই দেখার সময় পাই না। আবার সপ্তাহে ৪/৫ টা।
❤️
সপ্তাহে ৩ ভিডিও দেওয়া ঠিক-ই আছে। তবে সাউন্ড নিয়ে আমারও সমস্যা হয়। আর উইনিং প্রোডাক্ট দেওয়া শুরু হবে কবে থেকে সেটা জানতে চাই। ধন্যবাদ।
হ্যাঁ, ক্লাস আরেকটু ফাস্টার হলে ভালো হয়।
আসসালামু আলাইকুম, ক্লাসের ভিডিও করার সময় যদি মাউস পয়েন্টারটা একটি ছোট বৃত্তের ফ্রেম দিয়ে কালারফুল করে নেওয়া হত, তাহলে মাউস পয়েন্টার টা কোথায় কোথায় নিচ্ছেন , আর কোথায় কোথায় ক্লিক করতেছেন সহজে দেখতে পেতাম। চোখের পলকে হারিয়ে ফেলতাম না। তখন ক্লাসটা বুঝতে আরো সহজ হতো। আশা করি বিষয়টা বিবেচনা করবেন।
খুব সুন্দর কথা বলছেন ভাইয়া আমি একমত