এক ভাইয়ের কমেন্ট টাই তুলে ধরলাম। এর সমাধানমূলক সঠিক উওর আশা করছি।
“যে থিওরিক্যাল ক্লাসগুলো, এগুলো একটু দ্রুত দেওয়া যায়। কারণ এখানে টেকনিক্যাল পার্ট অনেক কম। এগুলো একবার দেখলেই মনে রাখা সম্ভব। এই ক্লাসগুলো খুব দ্রুত কমপ্লিট করে ফেললে আমাদের খুবই ভালো হতো। পরের ক্লাসগুলো যেমন : Fb Ads, GTM, GA4, Server Side Tracking, Web Development এই কোর্সগুলো আস্তে আস্তে নিলে ভালো হবে। কারণ ওখানে প্র্যাকটিক্যাল এবং মনে রাখার অনেক বিষয় আছে। পরে ক্লাসগুলো দ্রুত নিলে আমরা কিছুই বুঝবো না। আশাকরি StepUp বুঝে শুনে আমাদের জন্য ভালো কিছু করবেন।
agree
আসসালামু আলাইকুম…
আমাদের এইখানে সকলের মেধা এক নয় কেউ অতি দ্রুত শিখতে পারে আবার কেউ একটা বারবার দেখে শিখতে হয়।এর জন্য আমরা বেসিক থেকে শুরু করেছি যাতে করে যারা না বুঝতে পারে তারাও যাতে সহজে ক্লাসগুলো কমপ্লিট করতে পারে এবং প্র্যাকটিস করতে পারে।
প্রতিটা ক্লাস কিভাবে হবে কোন শিডিউলে হবে এটা ফাহমিদ স্যার অলরেডি সিডিউল করে রেখেছেন, ওই অনুযায়ী উনি ক্লাস দিবেন।
কিভাবে ক্লাসগুলো করলে আপনাদের ভালো হবে তা ফাহমিদ স্যার আমাদের থেকে অনি ভালোভাবেই জানেন এবং সেই অনুযায়ী ফাহমিদ স্যার ক্লাস দিবেন।
একদিন পর পর ক্লাস পাবো ফাহমিদ ভাই বলে ছিলো,
আর ক্লাস খুব দেরিতে পাওয়ায় মনোযোগ হারিয়ে ফেলছি।
একদিন পর পর না ভাই সপ্তাহে ৩ টা ক্লাস পাবেন এটা বলেছিলেন। ভাই আপনার শিক্ষার ক্ষমতা বেশী হতে পারে কিন্তু অনেকেই আছে চাকরিজীবী বা অনেকে শেখার ক্ষমতা কম তাদের কথাও তো ভাবতে হবে তাই না
Agree with you
জ্বি ঠিক বলেছেন দেরিতে ভিডিও আসায় মনোযোগ হারিয়ে ফেলছি
আশা করি ভালো কিছু হোক ইনশাআল্লাহ