ওয়ার্কশপে ১৫ টার মতো কোর্স আসার কথা অফিশিয়ালি। যার মধ্যে Fb Ads, GTM, GA4, Server Side Tracking, Web Development এর মতো কোর্সও আছে। ওয়ার্কশপ শুরু হওয়ার প্রায় ১ মাস শেষ হতে যাচ্ছে( যদিও এখানে একটা ঈদ এর ছুটি আছে) আর এই ১ মাসে আমরা বিজনেস ফান্ডামেন্টাল কোর্সটাও শেষ করতে পারি নাই। আর আমাদের ওয়ার্কশপ ডিউরেশন ৫ মাস যার প্রথম ৩ মাস লার্নিং হবে পরের ২ মাস বিজনেস স্টার্ট এবং স্কেল করা হবে। প্রশ্ন হচ্ছে, আদৌ কি আর ২/২.৫ মাসে Fb Ads, GTM, GA4, Server Side Tracking, Web Development এই কোর্সগুলো শেষ করা যাবে?
আসসালামু আলাইকুম,
জি ইনশাআল্লাহ এই সময়ের মধ্যে আপনারা বাকি ক্লাস গুলো পাবেন।ধন্যবাদ
আচ্ছা ভাইয়া একটু explain করবেন যে, ২.৫ মাসের মধ্যে কিভাবে এই কোর্সগুলো শেষ করা সম্ভব? যদি কোর্সের ভিডিও দেওয়ার ফ্রিকোয়েন্সি বেড়েও যায় তাইলেও কি এই কোর্সগুলো ২.৫ মাসে শেষ করা সম্ভব হবে? আর ফ্রিকোয়েন্সি বাড়ালে লার্নিংটা ভালো হবে না এটা আপনরা যারা এক্সপার্ট আছেন তারাই বলছেন।
ভাই mentor এর সাথে যোগাযোগের মাধ্যম নেই। আপনে যেহেতু সাপোর্ট থেকে রিপ্লাই করেছেন kindly মেন্টরকে বলবেন স্টেপ আপ মেম্বাররা আরেকটু দ্রুত আগাতে চাচ্ছে।
আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, বর্তমান যে থিওরিক্যাল ক্লাসগুলো, এগুলো একটু দ্রুত দেওয়া যায়। কারণ এখানে টেকনিক্যাল পার্ট অনেক কম। এগুলো একবার দেখলেই মনে রাখা সম্ভব। এই ক্লাসগুলো খুব দ্রুত কমপ্লিট করে ফেললে আমাদের খুবই ভালো হতো। পরের ক্লাসগুলো যেমন : Fb Ads, GTM, GA4, Server Side Tracking, Web Development এই কোর্সগুলো আস্তে আস্তে নিলে ভালো হবে। কারণ ওখানে প্র্যাকটিক্যাল এবং মনে রাখার অনেক বিষয় আছে। পরে ক্লাসগুলো দ্রুত নিলে আমরা কিছুই বুঝবো না। আশাকরি StepUp বুঝে শুনে আমাদের জন্য ভালো কিছু করবেন।
জি ভাই। এরকমই হওয়ার কথা ছিল। কিন্তু কি হবে সামনে আসলে ঠিক বোঝা যাচ্ছে না।
কোর্সগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে। কিন্তু প্রাকটিসের জন্য খুব বেশি সময় পাওয়া যাবে না।হোম ওয়ার্ক দেওয়া, আাদায় করা ও জমা দেওয়ার সেরকম কোন সিস্টেম আছে কী? ক্লাস আপলোডের কোনো সিডিউলও ক্লিয়ার করে এখনো দেওয়া হয়নি। তবু আশা রাখি, আমাদের লার্নিংটা অন্য সব প্লাটফর্মের চেয়ে ভালো হবে।
সঠিক
আমিও এটা জানতে চাই। কারন আমরা যারা সার্ভিস নিয়ে কাজ করবো তাদের শেখার জন্য সময় দরকার।শিখতে শিখতে সময় শেষ হয়ে গেলে পরে সমস্যা হলে সাপোর্ট পাবো না।