আশা করি আমার মত অনেকে ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং অথবা ডিজিটাল সার্ভিস নিয়ে কাজ করতে চাচ্ছেন ।
এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের কোর্সের রোড ম্যাপ টা কি?
এবং আমাদেরকে যে বলছে ওয়েবসাইট তৈরি করে দিবে রেডিমেড করে দিবে এবং সেটার যে ডোমিন হোস্টিং খরচটা সেটাকে বিয়ার করবে? এবং আমাদের তো এরকম সময় থাকবে না যে হয়তো নিজের রেডি করার এখন ওইটা আমাদেরকে কে রেডি করে দিবে Stwp Up করে দিবে?
এবং এজেন্সি ক্রেট এর ব্যাপারে যেহেতু এজেন্সির জন্য একটা ওয়েবসাইট বা ডোমেটিস্টিং প্রয়োজন সেটা এখন কিভাবে ম্যানেজ করতে পারি?
ডোমেইন হোস্টিং আপনাদের কিনতে হবে।
সার্ভিস রিলেটেড দিকনির্দেশনা আপনাদের জন্য থাকবে। আর ওয়েবসাইট আপনাদের রেডি করে দেওয়া হবে।