কোর্সের টপিক অনুযায়ী ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করার জন্য অনুরোধ করছি। এখানো Meta Marketing Basic to Advance Course এর অনেকগুলো টপিক বাকি সেগুলো শেষ করার আগে Google Tag Manager Course এর ভিডিও আপলোড করা হয়েছে। এর ফলে লার্নিং এ একটু সমস্যা হচ্ছে।
Pixel and Server Side Tracking, Google Tag Manager, Google Analytics 4 এর কোর্সের ভিডিও গুলোর আগে Website related Course এর ভিডিওগুলো আগে দেওয়া প্রয়োজন।
ইতোমধ্যে Niche Selection Course, e-commerce Fundamental, Meta Marketing Basic to Advanced Course এর ভিডিওগুলোর ধারাবাহিকতা বজায় ছিল। এরই ধারাবাহিকতায় পরবর্তী কোর্স গুলো আসার কথা ছিল ওয়েবসাইট রিলেটেড। Website রিলেটেড যাবতীয় কোর্সের পর Facebook Pixel and Server side Tracking, Conversion API, Google Tag Manager এর কোর্স গুলোর ভিডিও আপলোড করলে আমার মতে ধারাবাহিকতা বজায় থাকতো এবং ভালো লার্নিং হতো।
এছাড়াও কোর্সের ভিডিওগুলো আসতে দেরি হওয়ায় লার্নিং এ প্রভাব ফেলছে। এ বিষয়ে আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহনের বিনীত অনুরোধ জানাচ্ছি।
audiences
আমার মনে হয় “audiences” টা বুঝানোর উদ্দেশ্যে GTM শেখানো হচ্ছে . শিওর না .
এই কথাগুলোর সাথে আমিও একমত।
গ্রুপে একই কথা অনেকেই বলতেছে। আমি জানি না আমাদের কথাগুলো তারা বিবেচনায় নিবে কি না। আমরা Stepup company কে এবং তাদের টিমকে Respect করি ও তাদের কথা শুনি। আমরা আশা করি আমাদের সমস্যা গুলো এবং কথাগুলো তারাও শুনবে। ধন্যবাদ।
আমি ও একমত
ধারাবাহিকভাবে ক্লাস দিলে সবার জন্য ভালো হবে।
প্লিজ অগে মেটা মার্কেটিং ক্লাসটা শেষ করে অন্য ক্লাস গেলে ভালো হবে সবার জন্য বুঝতে।
অনেকেই বপলছে তবুও তারা এটি নিয়ে ভাবে না। আমি ও কতবার জানালাম তারা পদক্ষেপ নিল না।
কোন ক্লাসের পর কোন ক্লাস দিলে আপনাদের জন্য ভালো হবে, তা ফাহমিদ স্যারের চাইতে ভালো আর কেউ আশা করি জানে না ।
আপনাদের মতামত গুলো আমরা গুরুত্ব সহকারে দেখা হয় এবং আপনাদের মতামত গুলো আমরা ফাহমিদ স্যারের কাছে পেশ করে থাকি ।তারপর উনি এগুলো বিবেচনা করে তার উপর পদক্ষেপ নেন ।
আমরা সব সময় চিন্তা করি আপনাদের কিভাবে রাস্তাগুলো সহজ করা যায়। যাতে করে সুন্দরভাবে আপনারা কাজ শিখতে এবং কাজ করতে পারেন।
ধারাবাহিকভাবে আপনারা সকল করছি পেয়ে যাবেন।
আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের অভিযোগ বা রিকুয়েস্ট গুলো কী ফাহমিদ ভাই পর্যন্ত পৌছায়?
যদি সঠিক ভাবে পৌছাতো তাহলে এর সু ফল অবশ্যই আমরা পেতাম।
র্কোস গুলো কেমন যেন এলো মেলো মাথার উপর দিয়ে যাচ্ছে
আসলেই কোর্স গুলো ধারাবাহিক ও তারাতারি দিলে ভালো হয়।
একমত