আমার সাপোর্ট সিস্টেমে আমার সাথে আছেন শাহরিয়ার ভাইয়া। এক কথায় অসাধারন। এই ওয়ার্কশপের সাপোর্ট নিয়ে আশা করি সবাই ই মোটামুটি সন্তুষ্ট। নিশ সিলেশন মডিয়ুল শেষ করার পর আমি সাপোর্টে কথা বলি। নিশ সিলেকশন, মেটা এডস, এসিও, এজেন্সি রান, বাংলাদেশ মার্কেটে মার্কেটিং এজেন্সি এবং তাদের এ্যাডস দেয়ার কোয়ালিটি সব কিছু নিয়ে বিস্তারিত অনেক আলোচনা করছি। শাহরিয়ার ভাই অলমোস্ট ৪০ মিনিট যাবত এই নিয়ে আমাকে বুঝাইছেন। আমার কোশ্চেন আমাকে বলতে গেলে ১০০% ক্লিয়ার করছেন। অনেক দারুন এক্সপেরিয়েন্স হলো।
আশা করি সামনেও এমন সাপোর্ট পাবো। সবার জন্য শুভকামনা। যারা যারা ডিজিটাল সার্ভিস নিশে যাবে তাদের কি আলাদা কোন গ্রুপে নেওার প্লান আছে? না থেকে থাকলে যারা ইন্টারেস্টেড তাদের সাথে কানেক্ট হতে ইচ্ছুক। ধন্যবাদ।।
স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।