sohanurrahmanbdcum Raman ভাই আমার কি-
একাউন্ট ম্যানেজার, প্রথমত ভাইকে আমি স্যার না ডাকার জন্য ১-২ বার না বার বার রিকোয়েস্ট করি, কিন্তু সে কোন মতেই প্রতিষ্ঠানের রুলস ব্রেক করবে না। আর তাকে ব্রেক করাতে পারিও নাই। আম বিজনেসের “ব” ও বুঝি না, উলটা পালটা নিশ নিয়ে বা কঠিন কোন নিশ নিয়ে নিজের ব্রেইনের সাথে যুদ্ধ করি আর সেখানে তিনি বার বারই আমাকে সহোযোগিতা করে গেছেন সঠিক নিদর্শনা দিয়ে। এগুলা তার কাজ সে খুব সুন্দর করে পালন করে, যা সবার করা উচিত। কিন্তু ওনার কাজের বাহিরে কিছু ব্যাক্তিগত চরিত্র আছে। যা একজন মানুষকে বলতে বাধ্য করে ‘দেখ ছেলেটা ভালো মানুষ “। রাত বেরাতে এমন সময় আছে যখন তাকে বিরক্ত করতে গেলে যেখানে আমার সংকোচিত হওয়ার কথা সেখানে আমি সাবলিল ভাবে আমার সমস্যা গুলো ব্যাক্ত করতে পারি কোন রুপ সংকোচ না করেই এটা তার ব্যাবহার বা সাপোর্ট দেওয়ার একটা বড় গুন বলে আমি মনে করি। ধন্যবাদ ভাই, সামনে আরো অনেক প্যারা আপনার জন্য বাকি রইলো।
ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতাম শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য, আশা করি ভাল কিছু হবে ইনশাআল্লাহ।