মার্চ মাসে ক্রোস কিনলাম, এখন জুন মাস চলে। আর কয় মাস চলবে এই কোর্চ?
এখনো সব মেইন ক্লাস বাকি, যেমন SEO, Pixel, Surver, Website Management Etc.
আর সময় আছে ২ মাস। এক সাথে লাস্টের দিকে সব ক্লাস ধাপাধাপ পাবলিস্ট করার চেয়ে ভালো না আগে থেকেই ঘন ঘন দিতে থাকা?
এখন একটা ভিডিও দিয়ে আবার আরেকটা দেয়া হয় ১ সপ্তাহ পর। প্রতিদিন আমি ডুকে চেক করি যে নতুন ভিডিও আসছে কিনা, কিন্তু আফসস পাই না।
ঈদ ছুটি ১৫ তারিখে শুরু হয়েছে বাট, লাস্ট ভিডিও আপলোড দিয়েছে ১৩ তারিখে, আমার অনেকই বলে ছিলাম কিছু ভিডিও আপলোড দিয়ে রাখতে যেনো ঈদের ছুটিতে কাজে লাগাতে পারি। ১৩ to still আমাদের সময়টা কাজে লাগাতে পারলাম না আমরা !!
রাইট একমত, সবসময় চেক করতে থাকি পাই না
উনারা সাপোর্ট দিচ্ছে ভালো সব করছে ভালো মেনে নিলাম, কিন্তু এত দিনে আমাদের বেসিক জিনিস শিখিয়ে টাইম শেষ করে দিল। বেসিক জিনিস শেখার গুরুত্ব অনেক আমিও জানি কিন্তু এই গুলা এমন রকের্ট সাইন্স না যে আমরা একবারে নতুনরা বুজবো না। আমরা শুরু থেকেই বলে আসছি এই সব ক্লাস তারাতারি করে শেষ করে ফেলতে যাতে এডভান্সড টপিক গুলোতে সময় বেশি পাওয়া যায়। কিন্তু আমিও আপনার মত প্রতিদিন ডুকে হতাশা নিয়ে আবার বের হিয়ে যাই। সেট-আপ এর সব কিছু সুন্দর আর গোছালো হলেও এই জিনিসটায় আমরা হতাশ
আপকামিং কোর্স টপিকগুলোর তালিকা করে সম্ভাব্য তারিখ দিয়ে রাখলে ভালো হতো। দেখা যেত কি কি আসছে সামনে।