আসসালামু ওয়ালাইকুম,
প্রথমে ধন্যবাদ জানাই ফাহমিদ আল নাঈম ভাইকে আমাদের স্টেপ আপ-এর মত এমন একটা প্লাটফর্ম তৈরী করে দেয়ার জন্য। এরপর আমার কী একাউন্ট ম্যানেজার আশরাফুল ইসলাম ভাইকে ধন্যবাদ না দিলেই নয়। আমি আজকে নিশ সিলেকশন নিয়ে একটু কনফিউশনের জন্য উনাকে নক দেই। উনি খুব দ্রুত সময়ের মধ্যেই রেসপন্স করে এবং আমাকে কল করে আমার কনফিউশনটা দূর করে দেয়। এরপর উনি আমাকে আশ্বস্ত করে যে, যখনি কোন সমস্যায় পড়ি না কেন খুব দ্রুত যেন উনাকে জানাই, তাহলে উনি আমার সমস্যা দ্রুত সমাধান করে দিতে পারবেন।
আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
দোয়া করবেন,
Step up টীম যেন এভাবেই আপনাদেরকে সহযোগিতা করতে পারেন।