আমার সাপোর্ট এক্সিকিউটিভ “ফরিদ ভাই” অত্যন্ত ভালো । প্রথমে আমাকে সালাম দিয়ে স্যার বলে সম্নান দেন মাসআল্লাহ আল্লাহ তাকে সুস্থ রাখুন। আমি যখন নিজে নিজে একটা ওয়েব সাইট তৈরি করি তখন অনেক সমস্যা তৈরি হয়। তখন উনি আমাকে ওয়েব সাইট নেওয়া পরামর্শ দেন। আমি প্রায় ১ সাপ্তাহ আগে ওয়েব সাইট হাতে পেয়েছি। ৪/৫ জন্য আমাকে ওয়েব সাইট এর বিষয় গুলো বুঝিয়েছেন। তার মধ্যে ফরিদ ভাইয়ের অবদান অন্যতম। ভাবতে পারেন এতদিন আগে কেন রিভউ দেই নাই কেন? আমার মতে, আসলে সফলতা না পেয়ে রিভিউ দিলো মনে শান্তি পাব না, তাই সফল হয়ে আজ রিভউ দিলাম। ফরিদা ভাইয়ের অবদান আজ আমি এই সাপ্তাহ প্রাই ১৩ টি অর্ডার কনর্ফাম করেছি এবং ওয়েব সাইট এর মাধ্যমে ৭/৮ টি অর্ডার কনফার্ম করলাম। গোল করেই রিভউ দিলো আনন্দে আত্মাহার এবং stepup সাপোর্ট এর সবার প্রতি অন্তর থেকে দোয়া আসে। ইনশআল্লাহ অল্প সময় যখন কিছু দেখতে পেরেছি ভবিষ্যৎ আরো ভালো করব আল্লাহর রহমতে।
যারা আমাকে সাপোর্ট দিয়েছেন তাদের কে জানাই আন্তরিক ভাবে অভিনন্দন। সাপোর্ট এর সবার প্রতি ভালোবাসা রইল এবং আমার জন্য দোয়া করবেন।