আমার সাপোর্ট একি্কিউটিব মাহমুদ ভাইয়া অত্যান্ত ভালো মনের মানুষ।আমি যখন কোন সমস্যা নিয়ে প্রশ্ন করেছি তার সমাধান সাথে সাথে পেয়েছি।আমার ডুইল কারেন্সি কাড্ না থাকাই স্টেপ আপ কে বলেছিলাম। আজ নেইমচেইপ থেকে ডুমেইন কিনে সফলভাবে আমার নামে ট্রাসফার করে দিয়েছেন, যদি যথাসময়ে না কিনতে পারতাম তাহলে হয়তোবা পরে মিস হয়ে যেতে পারত। ধন্যবাদ মাহমুদ ভাইয়াকে সবো্পুরি নাইম ভাইয়াকে। এরকম একটি সাপো্ট টিম দেওয়ার জন্য।