ভাই, আমার ফেসবুক পেজ রেডি করা আছে আমি জমা দিয়ে দেব। আমার যেটা জানার ছিল সেটা হল আমদের যেমন প্রডাক্ট সিলেক্ট করা শিখানো হয়েছে তেমন প্রডাক্ট টেস্টিং শেখানো হবে?মানে কিভাবে একটি প্রডাক্ট টেস্ট করা হয়। ক্যাশফ্লোতে প্রডাক্ট টেস্ট এর জন্য একটি খরচ ধরা হয়েছে।
এই বিষয়ে আপডেট আসবে, অপেক্ষা করুন।
Homework জমা দেওয়ার কোনো অপশন আছে?
হোম ওয়ার্ক জমা দিতে হলে আপনার কি মেনেজরেেএর কাছে সব আপডেট দেবেন এটাই এখন পযান্ত অন্য কোন অপশন এড হয় নাই এটা ছারা ।
তবে একটা অপশন থাকলে বোধহয় ভাল হত যে কে কতটুকু এগিয়ে গিয়েছে তা বোঝা যেত।
আরা যার যত খুধা সে তত খাবার খুজবে ক্লাস এর সাথে সাথে যারা যাবে তারা তারাতারি তাদের ব্যবসা রান করাতে পারবেেএটাই ।
হোম ওয়ার্ক এর জন্য একটা কোন অপশন বনালে মনে হয় যারা স্যারর্ভিস নিয়ে কাজ করেবে তাদের একটিভেটি টা বোঝাজেত।