আসসালামু আলাইকুম, কি অ্যাকাউন্ট ম্যানেজার “মাহমুদ”ভাই কে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা কনসালটেন্সি সাপোর্টে কানেক্ট করিয়ে দেয়ার জন্য। আমি নিস নিয়ে খুব চিন্তিত ছিলাম তাই কনসালটেন্সি সাপোর্টের সাহায্য চাই। পরে “মিম” আপু উনারা আমাকে জুম সাপোর্ট দিলেন। “মিম আপু” আন্তরিকতার সাথে আমার সমস্ত কথা শুনলেন আমার সমস্ত প্রবলেম শুনলেন এবং আমাকে বিভিন্ন পরামর্শ দিলেন। আমি শুধু শুনেছি সবার ভালো ভালো পোস্ট দেখেছি ওনাদের সাপোর্ট সম্পর্কে। আজ আমি নিজে তার সাক্ষী হলাম। আমার সমস্ত প্রবলেম সলভ করে দিলেন এবং কোন নিস নিয়ে সামনে আগালে আমার ভবিষ্যৎ ভালো হবে সে বিষয়ে পরামর্শ দিলেন। এত আন্তরিকতা আর এত ভালবাসার সাথে আমি পরামর্শ পাব তা কখনো ভাবিনি। আলহামদুলিল্লাহ আমি খুব খুশি। নিজের উপর এখন একটি আস্থা তৈরি হলো। “মিম” আপুকেও অসংখ্য ধন্যবাদ ❤️❤️❤️। আমার জন্য দোয়া করবেন এবং আমি আশাবাদী সবসময় আমি এভাবে আপনাদের সাপোর্ট পাবো ইনশাআল্লাহ।
যারা বিভিন্ন বিষয় নিয়ে সমস্যায় আছেন জুম
কনসালটেন্সি সাপোর্ট এ যান উপকার পাবেন।