আমাদের বলা হয়েছিলো ওয়েব সাইট ফ্রীতে দেওয়া হবে এবং এই ওয়ার্কশপে হিডেন কোনো চার্জ থাকবে না। কিন্তু এখন বলা হচ্ছে ক্লাউড সার্ভার নিতে হলে প্যাকেজ কিনতে হবে।এই টার মানে বুঝলাম না,ভাই আমি পড়াশুনা করছিি। এমতাবস্থায় ২৫,০০০ টাকা ফ্যামিলি থেকে মেনেজ করেছি ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্য,এখন বিজনেস করতেও টাকার প্রয়োজন,এই টাকা মেনেজ করা কষ্ট হয়ে যাচ্ছে।
ডোমেইন হচ্ছে ওয়েবসাইটের মেইন নাম যেটা দিয়ে মানুষ আপনার ওয়েবসাইটে ঢুকবে, আর হোস্টিং হচ্ছে কোন একটা স্পেস বা জায়গা যেখানে আপনার সাইটের যাবতীয় তথ্যগুলো সংরক্ষিত থাকবে।
ওয়েবসাইট হলো টেক্সট, অডিও, ভিডিও এবং গ্রাফিক্স এর সমন্বয়ে তৈরি ওয়েব পেজ। ওয়েবসাইট এক বা একের অধিক ওয়েব পেজ নিয়ে গঠিত হয়। মূলত আমরা ইন্টারনেট ব্যবহার করা বলতে ওয়েবসাইট ভিজিট করাকে বুঝি।
আমরা যখন কোনো ওয়েব ব্রাউজার সফটওয়্যারে URL প্রবেশ করি তখন আমাদের সামনে যে ভিজুয়াল দৃশ্য প্রদর্শিত হয় তা মূলত একটি ওয়েবসাইটের মূল পেজ। এই মূল পেজের সাথে আরও অন্যান্য পেজ যোগ করে ওয়েবসাইট তৈরি করা হয়। আর আমরা এইটা করে দিবো । ডোমিন, হোস্টিং আপনার নিজের কিনতে হবে।
আপনি যদি আর্থিক সমস্যার কারণে বিজনেস করতে না পারেন তাহলে আপনি এখান থেকে স্কিল অর্জন করে সার্ভিস দিতে পারেন।
ডিজিটাল সার্ভিসে স্কীলফুল হলে আপনি জব করতে পারবেন ,ফ্রিল্যান্সিং করতে পারবেন , অন্যের বিজনেসে মার্কেটের হিসেবে কাজ করতে পারবেন।
পরবর্তীতে ডিজিটাল সার্ভিস এজেন্সি রান করতে পারবেন।