1. আমরা ওয়েবসাইট কবে বুঝে পাবো?
2. ফিজিক্যাল প্রোডাক্ট এর পাশাপাশি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবো কিনা?
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
১. ওয়েবসাইট বুঝে পাবেন, অপেক্ষা করুন, যা যা কমিটমেন্ট করা হয়েছে ইন শা আল্লাহ্ সব ই সময়মতো বুঝে পাবেন।
২. অবশ্যই পারবেন, কিন্তু নিশ সিলেকশনের ভিডিওটি দেখুন। একসাথে দুই নৌকাতে পা দিয়ে চলার কথা স্পষ্ট ভাবে বলেছেন ফাহমিদ ভাই। প্রথমে একটি বিজনেস সফলভাবে দাড়া করেন। তারপর ধীরে ধীরে অনেক বিজনেস একসাথে করতে পারবেন।
Thank You Brother
Welcome bro
১ লার্নিং শেষ হলে ওয়েবসাইট পাবেন, রোডম্যাপে সব কিছুই বলা হয়েছে।
২ আপনি নিশ ক্লাস দেখেননি এটা মোটামুটি পরিস্কার, নাহলে এমন প্রশ্ন করার কথা না।
ওয়েবসাইট যখন পাওয়ার আপনার সময় হবে তখনি পাবেন। এখন আপনি মানুসিক ভাবে ঠিক করেন আপনি কি নিয়ে কাজ করবেন। নিশ সিলেকশনের ক্লাস টা দেখে আসেন। ধন্যবাদ।
Thank You
আপনারা হয়তো ভুলে গেছেন যে, ফাহমিদ ভাই বলেছেন প্রথম তিন মাস আমাদের শিক্ষতে হবে। তার পর ওয়েবসাইট দিবেন। আশা করি বিষয়টি স্মরণ করিয়ে দিতে পেরেছি। ধন্যবাদ