আসসালামু আলাইকুম,
আমার নিশ অনেক আগে থেকেই রেডি আছে। প্রডাক্ট স্টকে আছে। কারণ আমার বিজনেস টা আমি গত ২ বছর ধরে আমি করছি। কিন্তু গত বছর ডিসেম্বড় মাস থেকে আমি পেজ থেকে সেলস এডে সেন্ড মেসেজ এড রান করলেই আমার এড আর আগের মত সঠিক কাস্টমার এর কাছে যাচ্ছে না। তাই আমার কাছে মনে হয় আমার যেহেতু সব রেডি আমাকে ওয়েবসাইট, মেটা মার্কেটিং, গুগল ট্যাগ ম্যানেজার, পিক্সেল সেটাপ এর ক্লাস গুলো দিলে আমি এড রান করে প্রফিটে যেতে পারব। আমার কাছে এখনো প্রায় ৫ লাখের উপরে প্রডাক্ট আছে। আমার যেহেতু সব কিছু রেডি আমি কি ওয়েবসাইট টা পাব। আর আমি পারব তাঁর কারন আমি প্রতি দিন ৬ ঘন্টার উপরে সময় দিতে পারব। আশা করি Stepup আমার সমস্যার অনুগ্রহ পূর্বক সমাধান দিবেন। কারন ব্যাবসা করে অফ থাকাটা অনেক কষ্টের।
Website development& Management, Meta Ad, Google Tag Manager, pixel setup সকল ধরনের ভিডিও পর্যায়ক্রমে দেওয়া হবে।