আলহামদুলিল্লাহ , গত ৩ দিন আগে আমার কি একাউন্ট ম্যানেজার মো:-সোহরাব হোসেন ভাই তাদের ওয়ান টু ওয়ান ডেডিকেটেড সাপোর্ট টিম এর সাথে কানেক্টে করিয়ে ওয়েবসাইট হস্তান্তর করে। ওয়েবসাইট সাইট নিয়ে আমার ভালো ধারণা ছিলো না কারন , আমাদের ব্যাচে এখনো ওয়েবসাইট ম্যানেজমেন্ট নিয়ে ক্লাস আসে নাই তেমন। ডোমেইন- হোস্টিং থেকে শুরু করে ওয়েবসাইট কাস্টমাইজড পর্যন্ত আমার একাউন্ট ম্যানেজার সোহরাব ভাই নিজে জুমে কানেক্ট হয়ে ঠিক করে দিয়েছে।সেই সাথে প্রোডাক্ট সোর্সিং এবং পেমেন্ট মেথড গুলো এড করতে কি কি নিয়ম অনুসরণ করা লাগে সেটার ও গাইড লাইন দিয়েছেন। তার প্রতি আমার অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে ফাহমিদ ভাইয়ের জন্য দোয়া রইলো এতো সুন্দর একটা প্লাটফর্ম তৈরি করার জন্য। যতদিন ই কর্মাস এ থাকবো এইটাই চাওয়া স্টেপ আপ আমাদের পাশে থাকুক।আমরা স্টেপ আপ এর সাথে অনেক পথ পারি দিতে চাই। আবারো কৃতজ্ঞতা প্রকাশ করছি স্টেপ আপ এর প্রতি।।