আসসালামু ওয়ালাইকুম সবাইকে, দেশের এরকম পরিস্থিতিতে একজন স্টুডেন্ট হিসেবে আমি অনেকদিন স্টেপ আপ থেকে দূরে ছিলাম। মানে আমি ক্লাসগুলো অনেকদিন করতে পারিনি। তাছাড়া এখন অবদি ওয়েবসাইট নেওয়া হয়নি আমার। আজকে সময় করে লগইন করে দেখি এখানে অনেকগুলো ক্লাশ বাকী রয়েছে আমার। তাছাড়া এখন যেই ক্লাসগুলো হচ্ছে এগুলো ওয়েবসাইট নিয়ে বা বলা যায় ওয়েবসাইট নেওয়ার পরের ক্লাস।
যেহেতু আমার ওয়েবসাইট নেওয়া হয়নি আমি কিভাবে এগুলো কমপ্লিট করব? কেউ কি আছেন আমার মতো? যার ওয়েবসাইট নেওয়া হয়নি? আর যেহেতু আমরা নতুন আমরা এই মূহুর্তে ওয়েবসাইটের এক্সেস নিয়েও বা কি করব? আমরা তো এখনও বিজনেস শুরু করিনি।
প্লিজ কেউ একটু ব্যাপারটা ক্লিয়ার করবেন। এতদিন পর এসে হঠাৎ অনেক Down feel হচ্ছে ভাই।
সেম ভাই৷ আমিও এমন হতাশায় ভুগতেছি৷ কোটা সংস্কার আন্দোলনের আগে সব ঠিক ছিলো৷ এখন আসে দেখি অনেক গুলো ক্লাস পিছনে পরে গেছি, সব কেমন জানি আউলায় গেছে৷ মনযোগ দিতে পারতেছিনা৷ কি যে করবো বুঝতেছিনা৷ খুবি টেনশন হচ্ছে৷
same
আমিও ওয়েবসাইট নেইনি এখনো, এবং অনেকগুলো ক্লাস করা হয় নি। আমাদের মত আর কারা আছেন? এবং
আমিও
Same problem
Ami website nei ni,onek gula class o kori nai.akhon koronio ki?
Same problem
Same problem
https://pantheon.io এই ওয়েবসাইট থেকে একটা ডেমো wordpress ওয়েবসাইট খুলে প্রাকটিস শুরু করে দেন।
Same
Same problem