আসসালামুয়ালাইকুম।
আমার একটা প্রশ্ন ছিলো যে, আমরা যারা জব করার চিন্তা করতেছি তাদের তো আর তেমন করে ওয়েবসাইট লাগেব না প্র্যাক্টস এর জন্য ফ্রি ওয়েবসাইট ডেবলপমেন্ট করলেই হবে তো সেই ক্ষেত্রে আপাতত আমাদের প্রোফেশোনালি ওয়েবসাইট লাগতেছে না, কিন্তু আমরা জব করার পর যখন নিজের বিজনেস শুরু করবো তখন আমাদের প্রোফেশোনালি ওয়েবসাইট লাগবে আর সেই ওয়েবসাইট বানাতে বিভিন্ন পেইড প্লাগিন লাগবে আর তখন বিজনেস ওয়ার্কশপ ও শেষ হয়ে যাবে তখন কি আমাদের সেই পেইড প্লাগিন গুলা দেওয়া হবে? তখন কি আমাদের ওয়েবসাইট ডেবলমেন্ট করতে সাহায্য করা হবে?
এটাই ছিলো আমার প্রশ্ন, কোন ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।
ওয়ালাইকুম আসসালাম,
আপনারা যারা জব করার চিন্তা করতেছেন প্রথমত আপনাদের একটি স্ক্রিল অর্জন করতে হবে ।কারণ স্কিল ছাড়া আপনাকে কেউ কখনো জব দিবে না। তো আপনার প্রথম কাজটা হবে আপনার একটি বিষয়ের উপর এক্সপার্ট হওয়া এবং আরো কিছু বিষয়ের উপর জ্ঞান অর্জন করা । যখন আপনি জবের উপযুক্ত হয়ে যাবেন তখন আপনি চাইলে জব নিতে পারেন অথবা আপনি সার্ভিস আকারে সেল করতে পারবেন ।
আমাদের প্লাগিনগুলোর মেয়াদ এক বছরের জন্য দেওয়া আছে। এই সময়ের ভেতরে যদি আপনি প্লাগিনের প্রয়োজন হয় তাহলে আমরা আপনাকে paid প্লাগিন গুলো দিতে পারব
বিষয় টি জানানোর জন্য ধন্যবাদ।