হেলো,
ওয়েবসাইট নিয়ে আমার কিছু কনফিউশন আছে। সেটা হচ্ছে;
স্টেপ আপ থেকে আমাদেরকে ওয়েবসাইট দেয়া হবে। সেই ওয়েবসাইটে বেশ কিছু প্রিমিয়াম প্লাগিং থাকবে। যেমন: 1) Jet Smart Filter
2) WP Mail
3) Yoast
4) Cartflow
এইরকম আরো অনেক প্লিগিং থাকবে। যেগুলো সমমূল্যয়ন বর্তমান ডলার রেটে প্রায় লাখ টাকার কাছাকাছি। এগুলো আমরা ওয়ার্কশপ মেম্বাররা স্টেপ আপ এর তরফ থেকে ফ্রীতে পেয়ে যাচ্ছি। ( এই জন্য অনেক অনেক ধন্যবাদ।)
এখন প্রশ্ন হচ্ছে,
১) এই প্রিমিয়াম প্লাগিং গুলো কি লাইফ টাইম মেয়াদে হবে নাকি নিদ্রিষ্ট মেয়াদ পর রিনিউ করতে হবে?
২) যদি রিনিউ করতে হয় তাহলে সমস্ত প্লাগিং এর আনুমানিক রিনিউ খরচ কত হতে পারে?
৩) যদি রিনিউ করা লাগে তাহলে সেটা স্টেপ আপের মাধ্যমে করবো নাকি নিজেদেরটা নিজেরা ব্যাবস্থা করে নিব?
এটাই আমার কনফিউশন।
১। কিছু প্লাগিনস এর লাইফটাইম এক্সেস থাকবে, বাকিগুলোর মেয়াদ এক বছর।
২। আনুমানিক খরচ তখনের ডলার রেটে নির্ধারণ করতে হবে।
৩। রিনিউ করতে আপনি আপনার ইচ্ছানুযায়ী যেকোনো উপায় অবলম্বন করতে পারেন, স্টেপ আপ থেকে এই সার্ভিস এভেইলেবল থাকলে তখন আপনি ইচ্ছা করলে নিতে পারবেন।
Thank you.
আমাদের থেকে আমরা যতগুলো প্রিমিয়াম প্লাগিনের লাইসেন্স দিচ্ছি সবগুলো এক বছর মেয়াদে। পরবর্তীতে যদি আপনি রিনিউ করতে চান তাহলে আপনি নিজেই করতে পারব।
আপনার ব্যবসা যখন দাঁড়িয়ে যাবে তখন এরকম প্লাগিন ওয়েবসাইট রিনিউ করা কোন বিষয় হবে না ।আপনার এটা নিয়ে কোন চিন্তিত হওয়ার কিছু নেই
Thank you.