Business Consultancy support নিলাম আজ, মাধ্যম “হিমেল ভাই”
ধন্যবাদ জানাচ্ছি আমার সাপোর্ট এক্সিকিউটিভ
কি অ্যাকাউন্ট ম্যানেজার মিস্টার হিমেল ভাই কে ।
সাথে সাথে কৃতজ্ঞতা স্বীকার করছি আজকের StepUp সাপোর্ট সেশনে প্রাণবন্ত সাপোর্ট প্রদানকারী Business Consultancy support Team এর মোস্তাকিম ভাই ভাইয়ের প্রতি…
ওয়েবসাইট তৈরি,হোস্টিং এবং ডিজিটাল প্রোডাক্ট ও সার্ভিস বিষয়ে এডভান্স লেভেলের সাপোর্ট প্রয়োজন হয়েছিল। আজকে বিজনেস কনসালটেন্সি সাপোর্ট টিমের শরণাপন্ন হয়েছিলাম এবং আমার প্রয়োজন যেটা ছিল তার চেয়ে অধিক সাপোর্ট পেলাম খুবই প্রাণবন্ত প্রশংসনীয় মুস্তাকিম ভাই যথেষ্ট ভালোভাবে আমার বিষয়টা সমাধান দিলেন । আমি আশা করব তদ-অনুযায়ী আমার ওয়েবসাইটটিও স্টেপ অফ থেকে আরো দ্রুত পেয়ে যাব ইনশাল্লাহ।
অত্যন্ত সাহসিকতা ও স্ট্রেটেজিক টেকনিক দিয়ে টোটাল সিস্টেমটা যিনি পরিচালনা করে আসছেন আমাদের সেই প্রিয় ভাইকে মোবারকবাদ জানাই.. Total Credit goes to Mr. Fahmid Al Nayem ভাই কে, অসংখ্য ধন্যবাদ আপনাকে ।
আপনারা কোথাও আটকে গেলে বা মনে যদি কোন সংশয় হয়ে যায় সরাসরি চলে আসেন Business Consultancy support এ । কোনো দ্বিধা দ্বন্দ্ব নিবেন না আমার মনে হয় সাপোর্ট টিম যথেষ্ট শক্তিশালী ভালো পরামর্শ পাবেন ।
সবাইকে ধন্যবাদ