আমার এড একাউন্টে লাস্ট ২দিনে একটা প্রোডাক্টে ওয়েবসাইট পারচেস শো করতেসে ১৬ টা, কিন্তু ওয়েবসাইটে গিয়ে দেখি যে ১২ টা অর্ডার জাস্ট লাস্ট ২ দিনে কিন্তু ফেসবুক তো আমার থেকে ১৬ টা পারচেসের টাকাই কেটে নিসে। এই প্রব্লেম টা কিজন্য হচ্ছে ভাই এবং এর সল্যুশনটা জানাবেন কাইন্ডলি।
আপনার এই প্রব্লেম এর জন্য আপনি সাপোর্ট এক্সিকিউটিভকে বলে মেটা এডস সাপোর্ট এর জন্য আবেদন করতে পারেন। লিখে আপনাকে বোঝানো পসিবল না।