আসসালামু আলাইকুম, আমার একটা কোশ্চেন ছিল ওয়েবসাইট নিয়ে।
আপনারা বলেছিলেন ওয়েবসাইট আপনারা বানিয়ে দিবেন কিন্তু ওয়ার্কশপের ভিডিওতে বললেন আপনি একটা ওয়েবসাইট তৈরি করে দেখাবেন এবং ওইটা দেখে আমাদের বানাতে হবে। কিন্তু বুট ক্যাম্পে আপনারা বললেন আপনারা ওয়েবসাইট নিজেরা তৈরি করে দেন।
তাহলে কি ওয়েবসাইট আমাদের নিজেদের বানাতে হবে নাকি আপনারাই তৈরি করে দিবেন?
Do not worry , they will make website for you unless you are able to make by yourself.
StepUp পক্ষ থেকে বলা হয়েছে আগে উনারা শিখাবেন কিভাবে মার্কেটিং ফ্রেন্ডলি ওয়েবসাইট তৈরি করতে হয়। তার জন্য যত সব প্রিমিয়াম প্লাগিন প্রয়োজন পড়বে তারা সব প্রভাইড করবে কোনো রকম টাকা পয়সা ছাড়া। পাশাপাশি ওনারা ওয়েবসাই নিজেরা তৈরি করে দিবেন।
এটা আমাদের সুবিধার্থে।
আমি যতদুর জানি ওয়েবসাইট আমাদের বানিয়ে দিবেন এবং সেইসাথে একটা ওয়েবসাইট তৈরি করে দেখাবে, ওইটা দেখে আমাদের বানায়তে হবে,, সেটা শিখার জন্য। যাতে কোন প্রকার পরবর্তী সময়ে ওয়েবসাইট এ সমস্যা হলে আমরা নিজেরাই সমাধান করতে পারি। আর না পারলে সাপোর্ট তো আছেই।
স্যার এর ভিডিও দেখে ওয়েবসাইট ম্যানেজমেন্ট শিখে নেন আপনি। StepUp থেকে একটা ওয়েবসাইট আপনাকে দেওয়া হবে। ধন্যবাদ
ভাই কাইন্ডলি জানাবেন স্যারের কোন ভিডিও গুলো দেখে ওয়েবসাইট ম্যানেজমেন্ট শেখা যাবে
আপনি যদি বানাতে না পারেন তাহলে তারা বানিয়ে দেবে।
ভাই টেনশনের কিছু নাই। না পারলে সাপোর্ট টিম বানিয়ে দিবেন। আপনি হয়তো খেয়াল করেননি ফাহমিদ ভাই টপিকে তা বলেছেন।
নিজেরা চেষ্টা করবেন। না পারলে তারা করে দিবে সমস্যা নেই
ওয়েবসাইট বানানো শিখাবে আমরা যাতে নিজেরা তৈরি করতে পারি, কেউ না পারলে ওনারা করে দিবেন।
নিজে করতে পারা বা শেখা টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।
সকল পেইড প্লাগিনগুলো যদি আপনাকে ফ্রি তে দেয় আর আপনি যদি ওয়েবসাইট বানানো শিখেন তাইলে শুধু ১ টা না ১০ টা ওয়েবসাইট বানানো আপনার কাছে পানি পান্তা ভাতের মতো হবে।
insha allah
insha allah they will make that