আমার বর্তমানে ক্লাউড ওয়েজে হোস্ট নেয়া আছে ,আমাকে কি ডিজিটাল ওশানে আবার ও হোস্ট নেয়া লাগবে ? ওয়াডপ্রেস ওয়েবসাইটে ক্লাউড ওয়েজে ব্রিজ ও বট নামে দুইটা প্লাগিন বাই ডিফল্ট দেয়া থাকে একটার কাজ হচ্ছে অপটিমাইজেশন এর কাজ করা আর একটা হচ্ছে সিকিউরিটির কাজ করা এখন আমার প্রশ্ন হলো ওয়াডপ্রেস সাইটে কি এই দুইটা ছাড়া বিল্ড করলে কি সমস্যা হবে?
1. হোস্ট আর নিতে হবেনা। তবে যদি সুযোগ থাকে Digital Ocean থেকে নিতে পারেন।
2. আর ওই ২ টা প্লাগিন ছাড়াও বিল্ড করা যাবে কোনো সমস্যা হবে না। তবে যেহেতু হোস্টিং কোম্পানি সাজেস্ট করছে, তা হলে রাখাটায় ভালো হবে।