প্রতিদ্বন্দ্বিদের কার্যক্রম দেখে উইনিং প্রোডাক্ট বাছাই করা সহজ। তাদের স্কেল করা দেখে ওই পণ্য নিয়ে কাজ করা যেতে পারে। ফান্ডামেন্টাল ক্লাসে এগুলো বুঝেছি।
এখন কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে দেখা যায় যে, পুরো ফেসবুক ছেয়ে গেছে। বা অনেক অ্যাড দেখা যায় কিছু পণ্যের। এক্ষেত্রে বুঝবো কি করে যে প্রোডাক্টটি মার্কেটে ওভার স্যাচুরেটেড কিনা? নির্দিষ্ট করে তো বলা সম্ভব না এগুলো। অন্তত বোঝা যাওয়ার মতো কিছু ইঙ্গিত তো সম্ভবত আছে। আশা করি সামনের ক্লাসে ফাহমিদ ভাই এটা নিয়ে আলোচনা করবেন।
যেমন, রোজার আগে থেকে কালো রঙের একটি গ্রিন্ডারের খুব বেশি বিজ্ঞাপন দেখছি। এখনও সমানে চলছে। একটি ভিডিওতে দেখলাম হাজার হাজার এই গ্রিন্ডার দিয়ে তার গোডাউন ভরা। আসলে এ ধরনের পণ্যের বাংলাদেশি বাজারটা ঠিক কত বড়? বা একই পণ্য আনুমানিক কতগুলো বিক্রি হয় সাধারণত? ভাহমিদ ভাই এগুলো নিয়ে তো অনেক দিন ধরে কাজ করছেন। এ বিষয়েও একটু ধারণা দিবেন আশা করি।
এই গ্রিন্ডারটির অনেক বিজ্ঞাপন দেখা যাচ্ছে।
ফেসবুকে যে পণ্যের বিজ্ঞাপন অনেক বেশি দেখবেন এ থেকে বুঝা যাবে যে এই পণ্যটি নিয়ে অনেক বেশি মানুষ কাজ করছে। অর্থাৎ এ পণ্যের কম্পিটিশন বেশি। তখন আপনি যদি এই পণ্য নিয়ে কাজ শুরু করেন তাহলে আপনি কম্পিটিশন টিকতে পারবেন না।