মেটা মার্কেটিং কোর্সগুলো প্রথম থেকে স্টেপ বাই স্টেপ ভালোই লাগছিল। কিন্তু এখন কেমন জানি সব তাল গোল পাকাইয়া ফেলতাছি। আমার মনের মধ্যে কিছু বিষয় প্রশ্ন জাগছে তাই এ লেখা।
প্রথমত, আমার সব কিছুই নতুন অর্থাৎ নিশ/প্রডাক্ট-পেইজ-ওয়েবসাইট-এ্যাড ম্যানেজার, পিক্সেল ইত্যাদি।
দ্বিতীয়ত আমার এ্যাড রানের অর্থের যোগানও কম।
তৃতীয়ত এ্যাড রানের পাশাপাশি আমার সেলও দরকার হবে। যার আয় থেকে এ্যাড রানে ইনভেস্ট করতে পারি।
এখন আমার প্রশ্ন হলো, স্যার যত গুলি এ্যাড রানের ক্যাটাগরি দেখিয়েছে এতো কিছু আমি বুঝতে চাই না। যেহেতু আমার সব নতুন, সেল চাই, বাজেটও কম সেক্ষেত্রে কোন ক্যাটাগরিতে এ্যাড রান করা আমার মতো যারা আছে তাদের জন্য যুক্তিযুক্ত। আসলে এতো কিছু আমি মাথায় রাখতে পারছি না। তাই আমি যখন এ্যাড রান করতে চাইব তখন কি আমাকে হাতে ধরে ধরে এ্যাড রান করে দিবেন?
যদিওবা ফাহমিদ স্যারের কমিটমেন্ট আছে তবুও জানতে চাচ্ছি। যেহেতু আমার অনেক কস্টের টাকা আমি ইনভেস্ট করব সেটা যেন জলে না যায়।যেহেতু আমার সম্পূর্ণ নিজের তৈরী নতুন প্রডাক্ট তাই টার্গে টিংবিষয়টা এমন হচ্ছে যেখানে মনের মধ্যেই ভয় ধরে যাচ্ছে।
এখন আপনাদের কাছ থেকে আস্থা, সাহস, প্রশ্নের উত্তর সবই চাই। একজন সফল উদ্যোক্তা ও ই-কমার্স ব্যবসায়ী হতে চাই। সকলে ভালো থাকুন।
আপনি যদি এড রান করতে গিয়ে কোনো সমস্যায় পড়েন তাহলে তো আমাদের সাপোর্ট সিস্টেম রয়েছে ,ভয়ের কিছু নেই। হাতে কলমে ভাই আপনাকে কেউই শিখিয়ে দিতে পারবে না,আপনার বিজনেস আপনাকেই গুছিয়ে নিতে হবে।