আমার একটা জিনিস জানার ছিল,আমাদের পন্যের বেশিরভাগ সেল যেহেতু ফেসবুক নির্ভর, fahmid viar meta marketing Video গুলোতে কয়েকবার বলেছেন বিশেষ করে সেলএডের ভিডিওতে ,সেখানে ওয়েবসাইট, পিক্সেল সেটাপ এগুলো কেন লাগতেছে,এডের জন্য?
এগুলোও ছাড়া কি আমি এড রান করতে পারব না?
এগুলো কি বাধ্যতামূলক?
প্লিজ বিস্তারিত জানালে উপকার হবে।
হ্যাঁ ম্যাম এগুলো ছাড়াও আপনি এড রান করতে পারবেন। বাট প্রপারলি এড টি অপ্টিমাইজ হবে না এবং আপনি একটি স্কেল করতে পারবেন না এবং প্রপার ডাটাও রাখতে পারবেন না। কাস্টমারকে রি টার্গেট করতে পারবেন না।