আসসালামু আলাইকুম।
আমরা যারা ডিজিটাল সার্ভিস নিয়ে কাজ করবো আমাদের কোন কোন সার্ভিস গুলো শিখানো হবে? এর একটা লিস্ট দিলে ভালো হবো আমরা একটু ঘাটাঘাটি করে কম্পিটিটর এনালাইসিস করতে পারতাম প্লাস কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারতাম। এবং আমাদের কাজের জন্য প্ল্যানও তৈরি করতে পারতাম।
ধন্যবাদ!
আপনাদেরকে যে বিষয়গুলো শেখানো হচ্ছে এগুলোর উপর পূর্ণাঙ্গ skill অর্জন করে ।আপনারা এগুলো service আকারে সেল করতে পারেন।
ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ম্যানেজমেন্ট বিল্ড করা
ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ড করা
ফেসবুক মার্কেটিং
সার্ভার সাইড ট্র্যাকিং
গুগল এডস মার্কেটিং
ভাই আমরা যেহেতু এখানে ডিজিটাল মার্কেটার হতে এসেছি সেহেতু আপনি ডিজিটাল মার্কেটিং যে স্কিল গুলো বর্তমানে টপ এ আছে এবং যেগুলার ভবিষ্যিতে ডিমান্ড হাই হবে সেই স্কিল গুলো নিয়ে এনালাইসিস করতে পারেন। ডিটেইলড স্কিল এর নাম পেতে গুগল এ গিয়ে টপ ডিজিটাল মার্কেটিং স্কিলস টু লার্ন ইন ২০২৪ এরকম একটা কীওয়ার্ড লিখে সার্চ দিলেই অনেক অনেক স্কিল এর নাম পেয়ে যাবেন। আমি যদি নিজের অভিজ্ঞতা বলি তাহলে, ভাই এমন এমন স্কিল খুঁজে বের করুন যেগুলার এখন মার্কেট এ ডিমান্ড আছে এবং ভবিষ্যত এ এর ডিমান্ড আরো বাড়বে আর সেই স্কিল গুলোকে যেন একই সুতোয় গাঁথা যায় যেমন (ওয়েবসাইট ম্যানেজমেন্ট,সার্ভার সাইড ট্র্যাকিং,মেটা মার্কেটিং,সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ইমেইল মার্কেটিং) ইত্যাদি। তাহলে ভাই আপনি একটা নিদৃষ্ট ট্রেকেও থাকবেন এবং আপনার স্কিল এর লার্নিং এবং ইম্প্লিমেন্টেশন একদম একুরেট হবে।
ধন্যবাদ।