আস্সালামু আলাইকুম। আসলে আমরা মনে করি সাপোর্ট এক্সিকিউটিভ রা হচ্ছেন একটা মেসিন। মেসিন যখন স্টার্ট দিবো তখনই ১০০% গতিতে চলবে।আর যদি না চলে তাহলে কম্পিলিন দিয়ে দেই। এক্সুয়ালি তারা ও আমাদের মতো তাদের ও যখন তখন যেকোনো একটা সমস্যা হতে পারে।এটাকে ঐ ফোন কোম্পানির 121 মনে করা উচিত না।আজ আমি নক করেছিলাম আমার সাপোর্ট এক্সিকিউটিভ সোহান ভাই কে। উনি সাথে সাথে রিপ্লাই দিয়েছেন। রাত্রে ফোন করেছি উনি ফোনে আমার প্রবলেম সল্ভ করে দিয়েছেন।আলহামদুলিল্লাহ যখন সমাধান চাচ্ছি তখনই পাচ্ছি। আমি উনার সাপোর্টে আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। আল্লাহ পাক যেনো ওনাকে সপরিবারে সুস্থ রাখেন।
অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মুল্যবান মতামত শেয়ার করার জন্য। শুভকামনা রইলো আপনার জন্য। আশাকরি ভালো কিছু হবে ইনশাআল্লাহ।