আমি যেহেতু জানি না কোন Niche এ আমি সফল হব সেহতু একাধিক Niche নিয়ে Try করতে চাই। যেইটা winning niche হবে সেইটা নিয়ে কাজ করব।
১। এজন্য কি আমি একাধিক Facebook page, webpage create করব?
২। Facebook page গুলো কি একই account থেকই করব?
৩। আর যদি সব গুলোই Winning product হয় তাহলে আমার investment, manpower থাকলে সবগুলো product নিয়েই কি business continue করব?
প্রোপার রেজাল্টের জন্য ফোকাস এক কেন্দ্রিক রাখা ভালো। আমরা কখনোই মাল্টি পেইজ নিয়ে কাজ করা সাপোর্ট করি না, কারণ এক্ষেত্রে আপনার মনোযোগ এ ব্যাঘাত হবে। বড়জোর আপনি এক পেজ হতে মাল্টি নিশ টেস্ট করতে পারেন। এতে আপনার ফোকাস, ডেডিকেশন এবং ম্যানেজমেন্টে সুবিধা হবে।