কোর্স এর টপিক এর বাহিরে কি একাউন্ট ম্যানেজার কে প্রশ্ন করে হেল্প চাওয়া যেতে পারে ? মনে করেন এখন আমাদের বিসনেস নিয়ে শিখানো হচ্ছে। কিন্তু আমি নিজে থেকে টিউটোরিয়াল দেখে সার্ভার সাইড ট্র্যাকিং নিয়ে কাজ করতেসি। এমন অবস্থায় আমি চাই যে জায়গা গুলাতে আটকে যাবো সেখানে একটু হেল্প নিতে। এ ব্যাপারে কি আমার একাউন্ট ম্যানেজার আমাকে হেল্প করবেন ? নাকি আমাকে অপেক্ষা করতে হবে যত দিন পর্যন্ত সার্ভার সাইড ট্র্যাকিং কোর্স কনটেন্ট পাবলিশ হয় নাই। একটু জানাবেন।
আপনার সাপোর্ট এক্সিকুটিভ হতে আপনি সহায়তা নিতে পারেন, কিন্তু উত্তম হবে আপনি ক্লাসের জন্য অপেক্ষা করা। ক্লাস পাবলিশের পরে কাজ গুলো করলে আপনি বুঝবেন কিভাবে কোন স্টেপ নিতে হবে।