আসসালামুয়ালাইকুম, ফাহামিদ স্যারের এই ওয়ার্ক শপের একজন মেম্বার হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করি। স্যারের বুট ক্যাম্পের প্রত্যেকটি ভিডিও আমি দেখেছি। তিনি তার দক্ষতার সব টুকু উজার করে আমাদেরকে ডিজিটাল মার্কেটিং শিখাতে হেল্প করেছে। তার এ সেক্টরে জ্ঞানের গভিরতা অনেক সেটা আমরা সকলেই উপলব্ধি করতে পারি। তাই আমরা আজ এই ওয়ার্ক শপে ২৫০০০ টাকা পেমেন্ট করে ভর্তি হয়েছি। এই ওয়ার্ক শপের অনেকেই আছেন যারা তেমন কিছু বোঝে না। তবুও ফাহামিদ স্যারের কাছে থেকে কিছু শেখার আশা নিয়ে ভর্তি হয়। এপর্যন্ত আলহামদুলিল্লাহ্ আমরা আস্তে ধিরে নিজেদেরকে শানিয়ে নিতে শুরু করেছি। কিন্তু একটা বিষয়ে যে বিতর্ক চলছে সেটা নিয়ে কিছু না বললেই নয়।
এখন আমরা জানতে পেরেছি যে আমাদের ডোমেইন ও হোস্টিং কিনতে হবে। কিন্তু আপনারা আমাদের ওয়েবসাইট বানিয়ে দেবেন। আমার মনে হয় ডোমেইন, হোস্টিং এবং ওয়েবসাইটের মধ্যে একটা ভুল বোঝা বুঝি দেখা দিয়েছে। আপনারা website তৈরি করে দিবে। কিন্তু ডোমেইন এবং হোস্টিং এর জন্য যে টাকা প্রয়োজন হবে সেটা আমাদেরকে মেনেজ করতে হবে। আমরা জানি আপনারা কোথাও বলেননি যে ডোমেইন হোস্টিং কিনে দেবেন। কিন্তু যদি বলতেন আমরা ওয়েবসাইট তৈরি করে দেব তবে ডোমেইন হোস্টিং আপনাদেরকে কিনে নিতে হবে। এই সামান্য কথাটি যদি বলতেন তবে ৯৫% মানুষের এটা নিয়ে এত কথা থাকত না। হ্যা এটা স্পষ্ট ভাবে বললে কোন ক্ষতি ছিল না। এটা অনুমান করা যায় যে আপনার এখানে বেশীরভাগ স্টুডেন্ট ডোমেইন, হোস্টিং এবং ওয়েবসাইটের মাঝে তফাত করতে পারেনি। এবং এটা যে অল্প জানা ছাত্রদের মোটামুটি একটা জটিল এবং কোনফিউশিং বিষয় সেটা নিশ্চয় আপনারাও অনুমান করতে পেরেছেন। যাই হউক আমরা সকলে এগিয়ে যাই বিশেষ করে ফাহামিদ আল নাইম স্যার এগিয়ে যাক। তিনি তার জ্ঞানের সবটুকু দিয়ে আমাদের তথা এ দেশের বেকার জন গোষ্ঠীর যারা এই প্লাট ফর্মে কাজ করতে উদগ্রীব সকলকে নিয়ে তিনি এগিয়ে যাক এই প্রত্যাশা করি।
আসসালামু আলাইকুম, বিজনেস করতে গেলে ডোমেইন হোস্টিং বিজনেস ওনার কে কিনতে হয়। Stepup থেকে সবসময় বলা হয়েছে ওয়েবসাইট তৈরি করে দেওয়া হবে। ওয়েবসাইট তৈরি করে দেওয়া আর ডোমেইন হোস্টিং ভিন্ন বিষয়। আমরা অলরেডি যাদের ওয়েবসাইট লাগবে ডোমেইন হোস্টিং রেডি আছে এবং রানিং বিজনেস আছে তাদের ওয়েবসাইট তৈরি করে দিচ্ছি।