প্রোডাক্ট সোর্স আমরা করবো ঠিক আছে কিন্তু ঢাকার কোথায় ঐ Wining প্রোডাক্ট আছে..?কার কাছে সবচেয়ে কম দামে পাইকারি ভালো প্রোডাক্ট পাবো ….?
এই তথ্য গুলো আমরা নতুনরা কোথায় পাবো…?
আপনারা কি আমাদের এই ব্যপারে হেল্প করবেন না…?
আমরা নতুনরা তো জানে না কিভাবে কি করতে হবে..
বর্তমানে বিষয়টি আপনাকে বের করতে হবে। পরবর্তীতে আমাদের থেকে এই সার্ভিস আসলে জানতে পারবেন।
পাইরকারি ভালো প্রোডাক্ট কই পাবেন সেটা আপনে কোন প্রডাক্ট নিয়ে বিজনেস করবেন তার উপর নির্ভর করে যেমন কস্টেমেটিক্স টাইপের প্রোডাক্ট হলে চকবাজার আছে। ভালো ধারনা থাকলে চায়না থেকে ভিবিন্ন উপায়েও আনতে পারেন, যেমনটা আমি করি।
ডেনিম প্যান্ট,জ্যাকেট, লেডিস প্যান্ট করার জন্য, যত সহযোগিতা লাগে আমি করতে পারবো।।
ডেনিম ফেব্রিক্স দিয়ে।। ইনশাআল্লাহ।
উনাদের কার্যক্রমের যে গতি, তাতে মনে হচ্ছে এই ওয়ার্কসপ শেষ করতে মিনিমাম ১ বছর লাগবে।
তাছারা এই ওয়ার্কসপকে তেমন গুরুত্ব দেয়া হচ্ছে না ।
২৫০০০ টাকার একটা কোর্সের ক্লাস আপলোডের কচ্ছপ গতি মানা যায় না।
পাশাপাশি মেম্বারদের সাথে মেন্টরের কোন ইন্টারেকশন নেই।
এতদিন হয়ে গেল অথচ একদিনও উনি ওয়ার্কসপ মেম্বারদের সাথে লাইভ কোন মিটিং এর আয়োজন করেন নি।সাপোর্টে কোন কমপ্লেইন করলে প্রফেশনাল কোন আন্সার ছাড়া আর কিছুই মিলে না।
কোন বিষয়ে কমপ্লেইন পোস্ট করলে উনারা এপ্রোভ করেন না।
উনাদের উচিৎ আমাদের কে নিয়ে সিরিয়াস হওয়া।
Ahmed.raselcwi
আপনার এই মন্তব্যটি সঠিক নয়।
Stepup যথেষ্ঠ সহযোগিতা করছে।
তারা আমাদের নিয়ে যথার্থ serious
এভাবে, মন্তব্য করা থেকে বিরত থাকুন ভাই।
কচ্ছপ গতি ভাল