এই ছুটির মধ্যেও StepUp থেকে সাপোর্ট পেলাম, সবসময়ই আমি আগের Workshop Member দের বলতে দেখেছি StepUp Workshop এর ভ্যালু Priceless, কারণ এখানে যে মূল্যে সার্ভিসগুলো দেয়া হচ্ছে তা তো অনেক অনেক বেশিই তবে তার সাথে যেটা আছে সেটা হচ্ছে StepUp এর ভালোবাসা, আজ আমি সেটার প্রমাণ পেলাম, আজ ঈদের ২য় দিন ছুটির সময় কিন্তু এ সময়েও আমার Support Executive Rony Talukder ভাইয়া নিজে থেকেই বলেন ফ্রি থাকলে কলে আসুন আপনার বিজনেস নিয়ে কোন কনফিউসন বা কোন কিছু জানার থাকলে সেগুলো নিয়ে আলোচনা করি, সত্যিই অসাধারণ ছিলো, ধন্যবাদ StepUp কে এতো সুন্দর Support System Build করার জন্য, ধন্যবাদ StepUp কে এতো ভালো মানের ভালো মনের মানুষদের Support Executive এ রাখার জন্য।