আসসালামু আলাইকুম। আমি গত তিন চার দিন আগে ওয়ার্কশপে জয়েন হলাম আলহামদুলিল্লাহ। তো ইতিমধ্যেই যারা ওয়ার্কশপে জয়েন করেছেন তারা কিভাবে কি শুরু করেছেন এবং as a workshop member হিসেবে আপনারা কি ওয়েবসাইট পেয়েছেন এবং ওয়েবসাইট তৈরি করতে ডোমিন এবং হোস্টিং কি আমার নিজের পার্চেস করতে হবে? বিষয়টি কারো জানা থাকলে আমাকে একটু সহযোগিতা করবেন ধন্যবাদ 🤝🏻
যারা ওয়েবসাইট পেয়েছেন তাদের আর্জেন্ট লাগবে তাই আর তারা নিজেরা ম্যানেজ করতে পারবে তাই দেওয়া হয়েছে।
আর ডোমেইন আর হোস্টিং আপনাকেই কিনতে হবে।