আমার এই অব্ধি আসার পিছনে অতোপতোভাবে জড়িত একজন ব্যক্তি, (আশরাফুল ইসলাম) ভাই! তিনি না থাকলে হয়তো অনকে আগেই এই জগৎ থেকে চলে যেতে হইতো। তার সাপোর্ট আমি আজীবণ মনে রাখবো। তার ব্যপারে অনেক বলছি সে কেমন ম্যান্টালিটি সম্পন্ন মানুষ।
আজকের ওয়েব সাপোর্ট এ (ফজলয় রাব্বি) ভাই ও আমার বস (আশরাফুল ইসলাম) ভাই দুই জন মিলে আমার ওয়েবসাইট এ সমস্যা গুলো সমাধানের চেষ্টা করছেন। আমি আপনাদের কে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। আপনাদের জন্য মন থেকে দুয়া থাকবে আজীবন!
স্টেপাপ এর সকল মেম্বার দের জন্য শুভকামনা রইলো💐
আসসালামু আলাইকুম, আপনার মতামত শেয়ার করার জন্য আপনাকে Stepup Technology Ltd এর পক্ষ থেকে ধন্যবাদ।